বাংলাদেশ সেনাবাহিনীর মেয়েদের উচ্চতা মাপার দাবিতে প্রচারিত ভিডিওটি ভারতের  

সম্প্রতি, “বাংলাদেশ সেনাবাহিনীর মেয়েদের উচ্চতা বা হাইট মাপা হয়” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

উচ্চতা মাপার

ফেসবুকে প্রচারিত এমন একটি ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)। 

টিকটকে প্রচারিত এমন একটি ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনীর মেয়েদের উচ্চতা মাপা শীর্ষক যে ভিডিওটি বাংলাদেশের দাবিতে প্রচার করা হচ্ছে সেটি বাংলাদেশের নয় বরং ভারতের একটি ভিডিওকে বাংলাদেশের দাবিতে প্রচার করা হচ্ছে। 

এ নিয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। ভিডিওতে আমরা উচ্চতা মাপতে থাকা ব্যাক্তির মাথায় পরিহিত একটি ক্যাপ দেখতে পাই। উক্ত ক্যাপটির সাথে বাংলাদেশের সেনাবাহিনীর ক্যাপের ভিন্নতা খুঁজে পাওয়া যায়। 

Image Comparison : Rumor Scanner 

সার্বিক পর্যবেক্ষণে প্রতীয়মান হয় যে ভিডিওটি বাংলাদেশের সেনাবাহিনীর নয়। 

পরবর্তীতে ভিডিওটির কয়েকটি স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ‘Indore Physical Academy’ নামক একটি ইউটিউব চ্যানেলে গত ৩ সেপ্টেম্বর এ সংক্রান্ত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। 

Video Comparison : Rumor Scanner 

ভিডিওটির ক্যাপশনে দেওয়া তথ্য থেকে জানা যায়, ভারতীর মধ্যপ্রদেশ রাজ্যের জেলা ইন্দোরে ভারতীয় সেনাবাহিনীর নিয়ম মেনে মেয়েদের উচ্চতা মাপার সময়ে ধারণকৃত ভিডিও এটি। 

তাছাড়া, ইন্দোর ফিজিক্যাল একাডেমি নামের ইউটিউব চ্যানেলটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এখানে ভারতীয় বিভিন্ন সামরিক বাহিনীর জন্য শিক্ষার্থীদের প্রস্তুত ও প্রশিক্ষণের ভিডিও প্রকাশ করা হয়।

মূলত, সম্প্রতি বাংলাদেশের সেনাবাহিনীর দাবিতে মেয়েদের উচ্চতা মাপার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। তবে রিউমর স্ক্যানার টিম অনুসন্ধানে দেখেছে যে, ভিডিওটি বাংলাদেশের নয়। ভারতীয় ইন্দোরে সেনাবাহিনীর নিয়ম মেনে মেয়েদের উচ্চতা মাপার একটি ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে। 

সুতরাং, সেনাবাহিনীর নিয়ম মেনে মেয়েদের উচ্চতা মাপা শীর্ষক ভারতের একটি ভিডিও বাংলাদেশের দাবিতে প্রচার করা হচ্ছে ; যা মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img