সমুদ্র থেকে অদ্ভূত প্রাণী উঠে আসার দাবিতে প্রচারিত ভিডিওটি বাস্তব নয়  

সম্প্রতি, সমুদ্র থেকে অদ্ভূত এক প্রাণী উঠে এসেছে দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

সমুদ্র থেকে অদ্ভূত প্রাণী

টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)। 

ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)। 

এই প্রতিবেদন প্রকাশের আগ অব্দি টিকটকে প্রচারিত ভিডিওটি প্রায় ২০ লক্ষ মানুষ দেখেছে। এছাড়া ভিডিওটিতে সাড়ে ১৮ হাজারের ওপরে মানুষ প্রতিক্রিয়া দিয়েছে এবং ৬২৩ বার ভিডিওটি শেয়ার হয়েছে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সমুদ্র থেকে উঠে আসা অদ্ভুত প্রাণী শীর্ষক দাবিতে প্রচারিত ভিডিওটি বাস্তব নয় বরং মাল্টিমিডিয়া আর্টের মাধ্যমে তৈরি এই ভিডিওকে বাস্তব দাবিতে প্রচার করা হচ্ছে।  

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ‘Tobias Gremmler’ নামক একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে গত ২৫ মার্চ করা একটি পোস্টে (আর্কাইভ) একই ভিডিও খুঁজে পাওয়া যায়। 

Video Comparison By Rumor Scanner

উক্ত পোস্টের কমেন্ট সেকশনে এটি বাস্তব নাকি ভুয়া তা জানতে চেয়ে করা একটি কমেন্টের উত্তরে পোস্টকারী জানান, এটি বাস্তবও নয়, কাল্পনিকও নয়৷ এটি প্রাচীন পৌরাণিক কাহিনী দ্বারা অনুপ্রাণিত কাল্পনিক প্রাণী। 

Screenshot: Instagram 

নিজেকে আর্টিস্ট পরিচয় দেওয়া এই ব্যক্তির ইন্সটাগ্রাম অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে দেখা যায়, তিনি নিয়মিতই এই ধরণের কাল্পনিক প্রাণীদের মাল্টিমিডিয়া আর্টের ভিডিও প্রকাশ করেন। 

তার এ সংক্রান্ত আলোচিত পোস্টের ক্যাপশনে kehua_lico নামক আরেকটি ইন্সটাগ্রাম অ্যাকাউন্টকে ট্যাগ অবস্থায় পাওয়া যায়৷ এই অ্যাকাউন্টেও গত ০১ এপ্রিল একই ভিডিও (আর্কাইভ) প্রকাশ করা হয়। এই ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, এটি হলো চীনের পুরাণ থেকে নেওয়া ‘হুনডুন’ নামক একটি প্রাণী৷ যার আকৃতি রহস্যময়। প্রাণীটি মাথাবিহীন এবং এর সামনে ও পেছনের দিক চেনা যায় না৷ এটি মাল্টিমিডিয়া আর্টের মাধ্যমে তৈরি করা হয়েছে। 

Screenshot: Instagram 

মূলত, সম্প্রতি সমুদ্র থেকে উঠে আসা অদ্ভুত প্রাণী শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এটি বাস্তব কোনো প্রাণীর ভিডিও নয়। প্রকৃতপক্ষে, এটি হলো চীনের পুরাণ থেকে নেওয়া ‘হুনডুন’ নামক একটি অবাস্তব প্রাণী যা মাল্টিমিডিয়া আর্টের মাধ্যমে এই ভিডিওতে তৈরি করো দেখানো হয়েছে। 

সুতরাং, মাল্টিমিডিয়া আর্টের মাধ্যমে তৈরি কাল্পনিক একটি প্রাণীকে ‘সমুদ্র থেকে উঠে আসা অদ্ভুত প্রাণী’ শীর্ষক দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img