আজারবাইজানের ভিডিওকে ইসরায়েলের সামরিক কর্মকর্তাদের আটকের দাবিতে প্রচার

সম্প্রতি ‘গাড়ি থেকে যাদেরকে নামানো হচ্ছে তারা সাধারণ কেউ নয়। তারা ইসরায়েলের মতো রাষ্ট্রের সামরিক বাহিনীর কমান্ডার, জেনারেল এবং নানান ডিফেন্স গ্রুপের প্রধান।’ শীর্ষক শিরোনামে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। 

ইসরায়েলে

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ইসরায়েলের সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তাদের আটকের দাবিতে প্রচারিত ভিডিওটি চলমান ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের নয় বরং  আজারবাইজানে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে কিছু ব্যক্তির গ্রেফতারের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।   

দাবিটি নিয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে আজারবাইজানের রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী ডিটিএক্সের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গত ০৫ অক্টোবর (Persons organizing the activities of illegal armed groups in Karabakh were arrested.(আজারবাইজানি ভাষা থেকে অনুদিত)’ শীর্ষক শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।  

Video Screenshot comparison: Rumor Scanner

এই ভিডিওটির সাথে ইসরায়েলের সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তাদের আটকের দাবিতে প্রচারিত ভিডিওটির হুবহু মিল খুঁজে পাওয়া যায়। পাশাপাশি ভিডিওটিতে আজারবাইজানের রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী ডিটিএক্সের মনোগ্রামও দেখা যায়। 

এছাড়া ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, এই ভিডিওটি মূলত আজারবাইজানের কারাবাখ অঞ্চলে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে দেশটির রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী কর্তৃক গ্রেফতারকৃত ব্যক্তিদের। 

অপরদিকে গণমাধ্যম সূত্রে জানা যায়, ইসরায়েল-ফিলিস্তিন চলমান সংঘাত শুরু হয়েছে গত শনিবার (৭ অক্টোবর)। এ থেকে প্রতীয়মান হয় যে, ইসরায়েল-ফিলিস্তিন চলমান সংঘাত শুরুর পূর্ব থেকেই ইন্টারনেটে ভিডিওটির অস্তিত্ব ছিল।

অর্থাৎ আজারবাইজানের কারাবাখ অঞ্চলে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে দেশটির রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী কর্তৃক গ্রেফতারকৃত ব্যক্তিদের ভিডিওকেই আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে। 

মূলত, গত ০৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ নামে হামলা শুরু করে। এতে হামাস ও ইসরায়েল উভয়পক্ষেই প্রাণহানি ও হামাসের হাতে ইসরায়েলি সেনা আটকের বেশ কিছু ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি ইন্টারনেটে ইসরায়েলের সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তাদের আটকের দাবিতে একটি ভিডিও প্রচার করা হচ্ছে। তবে অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি ইসরায়েল-ফিলিস্তিন চলমান সংঘাত শুরুর পূর্ব থেকেই ইন্টারনেটে বিদ্যমান এবং এটি আজারবাইজানের রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী কর্তৃক দেশটির কারাবাখ অঞ্চল থেকে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারকৃত ব্যক্তিদের। 

সুতরাং, ইসরায়েল-ফিলিস্তিন চলমান সংঘাতে ইসরায়েলের সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তাদের আটকের দাবিতে ইন্টারনেটে একটি ভিডিও প্রচার করা হচ্ছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img