দীর্ঘদিন ধরে ১৪ ফেব্রুয়ারিকে ঘিরে জাতীয় দৈনিক প্রথম আলোর একটি সংবাদের ছবি প্রচার করে দাবি করা হচ্ছে, ‘১ দিনেই ৬ কোটি টাকার কনডম বিক্রি করা হয়েছে।’ কোনো কোনো পোস্টে ছবি ব্যবহার না করে কেবল এই তথ্য দিয়ে তার তথ্যসূত্র হিসেবে প্রথম আলোকে দেখানো হচ্ছে।
২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারিকে ঘিরে সম্প্রতি ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
আর্কাইভ দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
একই দাবিতে বিগত বছরগুলোতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন নিম্নে:
২০২২ সালে ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে ও এখানে। আর্কাইভ দেখুন এখানে ও এখানে।২০২১ সালে ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে ও এখানে। আর্কাইভ দেখুন এখানে ও এখানে।২০২০ সালে ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে ও এখানে। আর্কাইভ দেখুন এখানে ও এখানে।২০১৯ সালে ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে ও এখানে। আর্কাইভ দেখুন এখানে ও এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ১ দিনেই ৬ কোটি টাকার কনডম বিক্রি হয়েছে শিরোনামে প্রথম আলোর সংবাদের ছবি দাবিতে প্রচারিত ছবিটি আসল নয় বরং প্রথম আলোর ‘একদিনেই ৬ কোটি টাকার ফুল বিক্রি’ শীর্ষক পুরোনো একটি প্রতিবেদনের শিরোনামকে সম্পাদনা করে উক্ত দাবিতে প্রচার করা হচ্ছে। এবং উল্লিখিত কনডম বিক্রির তথ্যটিও সঠিক নয়।
১ দিনেই ৬ কোটি টাকার কনডম বিক্রি প্রতিবেদনটি কখনের?
দাবিটির সত্যতা অনুসন্ধানে রিউমর স্ক্যানার টিম প্রথমে দৈনিক প্রথম আলোর কনডম বিক্রি সংক্রান্ত প্রতিবেদনের ছবিটি বিশ্লেষণ করে।
বিশ্লেষণে দেখা যায়, প্রতিবেদনটিতে কেবল ‘১৩ ফেব্রুয়ারি’ একটি তারিখ উল্লেখ করা থাকলেও কোনো সাল উল্লেখ নেই। কিন্তু প্রথম আলোর সংবাদে সাধারণত তারিখের পর কোন বছরের সংবাদ এবং সংবাদ প্রকাশের সময় উল্লেখ থাকে।
কিন্তু আলোচিত সংবাদটিতে কেবল একটি তারিখ রয়েছে। পাশাপাশি প্রথম আলোতে ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারিতে প্রকাশিত এমন কোনো প্রতিবেদনও খুঁজে পাওয়া যায়নি। এছাড়া ফেসবুকে প্রচারিত প্রতিবেদনটিতে শিরোনামে ব্যবহৃত ফন্টের সঙ্গে প্রথম আলোর ব্যবহৃত ফন্টের মিল নেই।
পরবর্তীতে রিউমর স্ক্যানার টিম ১ দিনেই ৬ কোটি টাকার কনডম বিক্রি সংক্রান্ত কোনো প্রতিবেদন প্রকাশ করেছে কি না তা যাচাই করে। এক্ষেত্রে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড অনুসন্ধানে প্রথম আলোতে প্রকাশিত এমন কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।
তবে ভিন্ন কি-ওয়ার্ডে পত্রিকাটিতে ২০১৯ সালের ১৩ ফেব্রুয়ারি ‘এক দিনেই ৬ কোটি টাকার ফুল বিক্রি‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনটি থেকে জানা যায়, ২০১৯ সালের পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবসকে কেন্দ্র করে যশোরের গোলাপ, গাঁদা, জারবেরা, রজনীগন্ধা, মল্লিকাসহ নানা জাতের ফুল দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে দেওয়া হয়েছে। এ উদ্দেশ্যে ১২ ফেব্রুয়ারি দেশের বৃহৎ ফুলের মোকাম থেকে অন্তত ৬ কোটি টাকার ফুল পাঠানো হয়েছে ঢাকাসহ বিভিন্ন জেলায়।
এই প্রতিবেদনের ছবির সঙ্গে ১ দিনেই ৬ কোটি টাকার কনডম বিক্রি সংক্রান্ত প্রতিবেদনের ছবি মিল খুঁজে পাওয়া যায়।
পরবর্তীতে খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও লেখক হাসান মাহবুবের ফেসবুক একাউন্টে ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি ‘গত দুইদিন ধরে কুৎসিত একটা স্ক্রিনশট হোমপেইজে বার বার আসছে’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি স্ট্যাটাস খুঁজে পাওয়া যায়।
স্ট্যাটাসটিতে হাসান মাহবুব লিখেন, ‘গত দুইদিন ধরে কুৎসিত একটা স্ক্রিনশট হোমপেইজে বার বার আসছে। “এক দিনে ৬ কোটি টাকার কনডম বিক্রি”। প্রথম আলোর অর্থনীতি পাতার নিউজ- এটুকু দেখা যায়, কিন্তু ভেতরের কিছুই উল্লেখ নেই। এই আজগুবী স্ক্রিনশটটি সবাই শেয়ার করে যাচ্ছেন। কেউ হয়তো মজা করে, কেউ আবার বিশ্বাস করে বসে আছেন। কেউ কেউ ইতিমধ্যে এর সাথে বসন্ত উৎসব, ভালোবাসা দিবসের যোগসূত্র খুঁজে তরুণ সমাজের অধঃপতনের জন্যে শাপ-শাপান্ত করছেন। কারো একট যাচাই করে দেখতে ইচ্ছে হলো না, খবরটা আসলে কতটুকু সত্যি! মূল খবরটা হলো- “এক দিনেই ৬ কোটি টাকার ফুল বিক্রি”। যশোরের ফুলের বাগানগুলি থেকে এই বিপুল পরিমাণ ফুল গেছে সারাদেশে। কেউ একজন এডিট করে কাউকে ইনবক্সে দিয়েছে, আর অমনি, ভাইরাল! আহা! কী, চুপসে গেলেন? পছন্দ হলো না, তাই না?’
পাশাপাশি এই ব্যাপারে সীমান্ত খোকন নামে একজন সাংবাদিকের পোস্টও খুঁজে পাওয়া যায়।
পোস্টটিতে তিনি লিখেন, ‘আমরা বাঙ্গালীরা কবে মানুষ হবো? ফুলকে কনডম বানিয়ে কি মজা পায় জানিনা। প্রথম আলো নিউজ করেছে ‘এক দিনেই ৬ কোটি টাকার ফুল বিক্রি’। অথচ কোন একটি চক্র এ্যাডিট করে ফুলের স্থানে ‘কনডম’ শব্দটি বসিয়ে চালিয়ে দিল। আর হুজুগে বাঙ্গালী কোন কিছু যাচাই-বাছাই না করে এই ভুয়া খবরটিকে ধেদারছে শেয়ারও করছে। ফুলকে কনডম বানিয়ে ঠিক কি বুঝাতে চাওয়া হয়েছে এখানে? ছি….প্রথম আলোর প্রকৃত নিউজটি পড়তে পারেন এই লিঙ্কে https://goo.gl/YJKext.’
অর্থাৎ ২০১৯ সালের ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত প্রথম আলোর ‘একদিনেই ৬ কোটি টাকার ফুল বিক্রি’ শীর্ষক একটি প্রতিবেদনের শিরোনামকে বিকৃত করে ১ দিনে ৬ কোটি টাকার কনডম বিক্রির দাবিতে ফেসবুকে প্রচার হয়ে আসছে।
মূলত, ২০১৯ সালের ১৩ ফেব্রুয়ারি জাতীয় দৈনিক প্রথম আলো ‘একদিনেই ৬ কোটি টাকার ফুল বিক্রি’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনটিতে গণমাধ্যমটি ২০১৯ সালের পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবসকে কেন্দ্র করে যশোরের ফুলের ৬ কোটি টাকার বাণিজ্য সংক্রান্ত তথ্য তুলে ধরে। পরবর্তীতে ২০১৯ সালেই প্রথম আলোর এই প্রতিবেদনটির শিরোনামকে বিকৃত করে ১ দিনে ৬ কোটি টাকার কনডম বিক্রি সংক্রান্ত প্রথম আলোর প্রতিবেদন দাবিতে ফেসবুকে প্রচারিত হয়। যা পরবর্তীতে প্রতিবছরই ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসকে প্রথম আলোর সংবাদের ছবি দাবিতে ফেসবুকে দিয়ে প্রচার হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় চলতি বছরেও প্রচার হচ্ছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে প্রথম আলোসহ কোনো মূলধারার গণমাধ্যমে উক্ত দাবিতে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, ১ দিনেই ৬ কোটি টাকার কনডম বিক্রি হয়েছে শিরোনামে প্রথম আলোর সংবাদের ছবি দাবিতে প্রচারিত ছবিটি এডিটেড এবং উল্লিখিত কনডম বিক্রির তথ্যটিও বানোয়াট ও ভিত্তিহীন।
তথ্যসূত্র
- Daily Prothom Alo: এক দিনেই ৬ কোটি টাকার ফুল বিক্রি
- Hasan Mahbub Facebook Post: গত দুইদিন ধরে কুৎসিত একটা স্ক্রিনশট হোমপেইজে বার বার আসছে
- Shimanto Khokon Facebook Post: আমরা বাঙ্গালীরা কবে মানুষ হবো?
- Rumor Scanner Own Analysis