উত্তরায় বিধ্বস্ত বিমানের পাইলটের বেঁচে যাওয়ার দৃশ্য দাবিতে চট্টগ্রামের পুরোনো ভিডিও প্রচার

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে আজ (২১ জুলাই) বিমানবাহিনীর বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে৷ এতে বিমানটির পাইলট প্যারাসুট দিয়ে নেমে আসছেন শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে

উক্ত দাবিতে গণমাধ্যমের ভিডিও দেখুন ঢাকা প্রকাশ (ইউটিউব)

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি আজকের নয় বরং ২০২৪ সালের মে মাসে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান দুর্ঘটনায় কবলিত হওয়ার পর দুই পাইলটকে প্যারাস্যুটের মাধ্যমে লাফিয়ে আত্মরক্ষার দৃশ্যকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চ করে মূল ধারার গণমাধ্যম দীপ্ত টিভির ইউটিউব চ্যানেলে একই ভিডিও ফুটেজের সন্ধান পায় রিউমর স্ক্যানার। ২০২৪ সালের ০৯ মে প্রকাশিত এই ভিডিও থেকে জানা যায়, এটি চট্টগ্রামের পতেঙ্গায় বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের দৃশ্য।

Comparison: Rumor Scanner

একই দিন বাংলা ট্রিবিউনের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন সকালে চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর মোহনায় এ দুর্ঘটনা ঘটে। 

সুতরাং, উত্তরায় আজ বিধ্বস্ত বিমানের পাইলটের বেঁচে যাওয়ার দৃশ্য দাবিতে চট্টগ্রামের পুরোনো ভিডিও প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img