চাঁদাবাজি করতে গিয়ে সারাদেশে ১৫৪ সমন্বয়ক আটকের খবরটি সঠিক নয়

সম্প্রতি, “চাদাবাজী করতে গিয়ে সারা দেশে ১৫৪ সমন্বয়ক আটক” শীর্ষক তথ্যে বা শিরোনামে Jtv24live.com নামক একটি ভুঁইফোড় গণমাধ্যমের ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

সমন্বয়ক আটকের

উক্ত ফটোকার্ড যুক্ত করে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চাঁদাবাজী করতে গিয়ে সারাদেশে ১৫৪ সমন্বয়ক আটক হওয়ার দাবিটি সঠিক নয় বরং ভিন্ন ঘটনার পুরেোনো একটি ছবি ব্যবহার করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে পুঁজি করে ও নিজেদের ছাত্র সমন্বয়ক দাবি করে সাধারণ মানুষকে মামলায় ফাঁসানোর হুমকি, অসদাচরণ ও চাঁদাবাজির অভিযোগে গত ০১ সেপ্টেম্বর রাতে ঢাকার আশুলিয়ায় একজন, ০৫ সেপ্টেম্বর চট্টগ্রামে ১১ জনকে গ্রেফতার করে পুলিশ ও গত ৩১ আগস্ট পাবনায় একজনকে গণধোলাই দিয়ে সেনাবাহিনীর হাতে তুলে দেয় স্থানীয়রা এবং সিলেটে ৯ জনকে আটক করে স্থানীয়রা। তবে, আটককৃতদের কারোই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কিংবা বিশ্ববিদ্যালয় ভিত্তিক কমিটিতে সমন্বয়ক পদ ছিল না।

পরবর্তীতে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ছবির বিষয়ে অনুসন্ধানে ‘Jtv24live.com’ নামক একটি ফেসবুক পেজে গত ২০ সেপ্টেম্বর ‘সৌদির রাস্তায় বিক্ষা করতে গিয়ে ৪৫০ ভারতীয় আটক’- শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে (আর্কাইভ) পাওয়া যায়। 

উক্ত ফটোকার্ডে ব্যবহৃত ছবির সাথে আলোচিত ফটোকার্ডে থাকা ছবির মিল রয়েছে। 

Image Comparison By Rumor Scanner 

অর্থাৎ, উক্ত ফটোকার্ডটির শিরোনাম সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

‘Jtv24live.com’ নামক পেজ থেকে দেওয়া পোস্টের ক্যাপশনে বাংলা নিউজ ২৪ এর একটি সংবাদ প্রতিবেদনের লিংকও উল্লেখ করতে দেখা যায়। 

উক্ত সংবাদ প্রতিবেদনে দেখা যায়, ২০২০ সালে ‘সৌদির রাস্তায় ভিক্ষা করতে গিয়ে ৪৫০ ভারতীয় আটক!’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন যুক্ত রয়েছে। 

উক্ত প্রতিবেদনেও আলোচিত ছবিটিই খুঁজে পাওয়া যায়। এছাড়া, ২০২০ সালের উক্ত ঘটনার প্রেক্ষিতে প্রকাশিত অন্যান্য প্রতিবেদনেও (, ) একই ছবি খুঁজে পাওয়া যায়। অর্থাৎ, সমন্বয়কদের জড়িয়ে প্রচারিত তথ্যে ব্যবহৃত ছবিটি ভিন্ন ঘটনার।

সুতরাং, চাঁদাবাজী করতে গিয়ে সারাদেশে ১৫৪ সমন্বয়ক আটক হওয়ার দাবিটি মিথ্যা এবং প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img