সম্প্রতি, “ইউক্রেন প্রেসিডেন্টের বাসায় রাশিয়ান মিলিটারিদের হামলার ভিডিও প্রকাশ” শীর্ষক শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি সরাসরি সম্প্রচারিত ভিডিও প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে ইউক্রেনের প্রেসিডেন্টের বাসভবনে রাশিয়ার হামলার কোনো ঘটনার নয় বরং এটি ছয় বছর পূর্বে মেক্সিকোতে মেক্সিকোর মাদক ব্যবসায়ীদের সংগঠন ‘সিনালোয়া ড্রাগ কার্টেল’ এর প্রধান জোয়াকিন গুজম্যানকে আটকের পূর্বে মেক্সিকান নৌ বাহিনীর পরিচালিত অভিযানের সময় ধারণকৃত একটি ভিডিওর খণ্ডিত অংশ।
ভিডিওটির কিছু স্থির চিত্র রিভার্স সার্চের মাধ্যমে, বৃটিশ ভিত্তিক সংবাদমাধ্যম ‘The Telegraph’ এর ইউটিউব চ্যানেলে ২০১৬ সালের ১২ জানুয়ারিতে “El Chapo Guzman’s hideout: Dramatic footage of raid released by Mexican government” শীর্ষক শিরোনামে প্রকাশিত একই ভিডিও খুঁজে পাওয়া যায়।
পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে, আন্তর্জাতিক গণমাধ্যম ‘ABC News’ এর অনলাইন সংস্করণে ২০১৬ সালের ১২ জানুয়ারিতে “Inside the Dramatic Raid That Took Down ‘El Chapo’” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
মূলত, ২০১৬ সালের জানুয়ারিতে একটি আন্তর্জাতিক অপরাধ সিন্ডিকেটের প্রাক্তন নেতা এবং মেক্সিকোর মাদক ব্যবসায়ীদের সংগঠন ‘সিনালোয়া ড্রাগ কার্টেল’ এর প্রধান জোয়াকিন গুজম্যানকে মেক্সিকোর লস মোচিস শহর থেকে আটক করে মেক্সিকান নৌ বাহিনী। তাকে আটকের পূর্বে উক্ত বাহিনীর একটি চৌকস দল একটি সামরিক অভিযান পরিচালনা করে। সে সময়ে মেক্সিকো সরকার কর্তৃক পরিচালিত অভিযানটি চলাকালে নৌ বাহিনীর ধারণকৃত ফুটেজ এর একটি খণ্ডিত অংশকে বর্তমানে লাইভ স্ট্রিমিং অ্যাপের সহায়তায় ইউক্রেনের প্রেসিডেন্টের বাসায় রাশিয়ান মিলিটারিদের হামলার ভিডিও দাবিতে পুনরায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দৃশ্য দাবিতে পুরোনো ও ভিন্ন ঘটনার বেশ কিছু ভিডিও এবং ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরকম বেশ কয়েকটি ভিডিও এবং ছবি ভুয়া শনাক্ত করে ইতিমধ্যে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
উল্লেখ্য, পূর্বেও একাধিকবার গ্রেফতার হয়ে জেল থেকে পালিয়ে যাওয়া গুজম্যানকে ২০১৬ সালে আটকের পর একই বছর অতীতে যুক্তরাষ্ট্রে মাদক, অর্থ পাচার ও হত্যাসহ বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধের বিচার নিশ্চিতে যুক্তরাষ্ট্র সরকারের কাছে হস্তান্তর করে মেক্সিকান সরকার। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে তার বিরুদ্ধে উঠা সমস্ত অভিযোগের জন্য তিনি দোষী সাব্যস্ত হন এবং পরবর্তীতে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় যুক্তরাষ্ট্রের আদালত।
সুতরাং, ২০১৬ সালের জানুয়ারিতে আন্তর্জাতিক অপরাধ সিন্ডিকেটের সদস্য এবং মেক্সিকোর মাদক ব্যবসায়ীদের সংগঠন ‘সিনালোয়া ড্রাগ কার্টেল’ এর প্রধান জোয়াকিন গুজম্যানকে আটকের পূর্বে মেক্সিকান নৌ বাহিনী কর্তৃক পরিচালিত অভিযানের ঘটনায় ধারণকৃত ভিডিওকে সাম্প্রতিক সময়ে লাইভ স্ট্রিমিং অ্যাপের সহায়তায় ইউক্রেনের প্রেসিডেন্টের বাসায় রাশিয়ান মিলিটারিদের হামলার ভিডিও দাবিতে পুনরায় সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: ইউক্রেন প্রেসিডেন্টের বাসায় রাশিয়ান মিলিটারিদের হামলার ভিডিও প্রকাশ
- Claimed By: Facebook Posts
- Fact Check: False
[/su_box]
তথ্যসূত্র
- El Chapo Guzman’s hideout: Dramatic footage of raid released by Mexican government
- Inside the Dramatic Raid That Took Down ‘El Chapo’ – ABC News
- Joaquin Guzman | Biography, Wife, & Facts | Britannica
- How El Chapo Was Finally Captured, Again – The New York Times
- ‘Mission accomplished’: Mexican President says ‘El Chapo’ caught