সম্প্রতি “আল্লাহ ছাড়দেন, কিন্তু ছেড়েদেন্না । যদিও যুদ্ধের বিপক্ষে তারপর ও স্বরন করতে মনে চাচ্ছে । মিথ্যা আযুহাত দিয়ে ইরাকে হামলা চালাতে আমেরিকার সংগী হয়ে এসেছিল, হত্যা করেছিল সাধারণ মানুষকে, আজকে তাদেরকে মারতে রাশিয়া হাজির । ছবিতে ইউক্রেনের ট্যাংক ইরাকে হামলায়” শীর্ষক শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ছবিটি অতীতে ইরাকে ইউক্রেনের ট্যাংক হামলার কোনো ঘটনার নয় বরং এটি ইরাকের কুয়েত দখলের ঘটনায় ১৯৯১ সালে ইরাকি বাহিনীর বিরুদ্ধে মার্কিন বাহিনীর সদস্যদের ট্যাংক নিয়ে সর্তক অবস্থানকালীন তোলা ছবি, যা বর্তমানে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদন করে প্রচার করা হচ্ছে।
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে, দুবাইয়ের সংবাদমাধ্যম “Al Bawaba” এর ওয়েবসাইটে ২০১১ সালের ২ আগস্টে “In memory of the invasion of Kuwait” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে মূল ছবিটি খুঁজে পাওয়া যায়।
এছাড়া, “Al Bawaba” এর এই ওয়েবসাইটে ২০১৩ সালের ১২ সেপ্টেম্বরে “The price of the past: Iraq reiterates commitment to pay Kuwait compensationsn” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে একই ছবিটি খুঁজে পাওয়া যায়।
পরবর্তীতে, স্টক ফোটো ওয়েবসাইট“gettyimages” এ ১৯৯০ সালের ০২ আগস্ট কুয়েতে আগ্রাসনের অভিযোগে ইরাকের বিরুদ্ধে ১৯৯১ সালের ০১ জানুয়ারি কুয়েত-ইরাক সীমান্তে মার্কিন সেনাদের অবস্থানকালীন ভিন্ন কোণ থেকে তোলা দুইটি ছবি খুঁজে পাওয়া যায়। যেগুলোর স্থানে আলোচিত বিকৃত ছবিটির অনেকাংশে মিল পাওয়া যায়। ছবি দুটি দেখুন এখানে এবং এখানে।
মূলত, অতিরিক্ত তেল উৎপাদন করে আন্তর্জাতিক বাজারে তেলের দামে ধস নামানোর অভিযোগে ১৯৯০ সালের ০২ আগস্ট রাতে ইরাক তার পার্শ্ববর্তী তেল সমৃদ্ধ দেশ কুয়েতে আক্রমন করে। ইরাকের তীব্র আক্রমণে কুয়েতি বাহিনী পরাস্ত হয় এবং অল্প সময়ের মধ্যেই কুয়েত দখল করে ইরাক। তবে ইরাকের ঐ আগ্রাসন ৭ মাসের বেশি সময় স্থায়ী হতে দেয়নি আমেরিকা ও তার মিত্র শক্তি। কুয়েতে ইরাকের আগ্রাসন ঠেকাতে আমেরিকা ৩৪ টি দেশ নিয়ে মিত্রবাহিনী গঠন করে এবং পাল্টা আক্রমণের মাধ্যমে ইরাকি বাহিনীর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলে ইরাকি সেনাদের পিছু হটতে বাধ্য করে, যা পরবর্তীতে পারস্য উপসাগরীয় যুদ্ধ হিসেবে পরিচিত পায়।
তবে, সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে, ১৯৯১ সালে ইরাকি বাহিনীর বিরুদ্ধে ইরাকের কুয়েত সীমান্তবর্তী এলাকায় আমেরিকান সেনাদের ট্যাংক নিয়ে সতর্ক অবস্থানকালীন ধারণকৃত একটি ছবিকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সূক্ষ্মভাবে এডিটের মাধ্যমে উক্ত ছবিতে ট্যাংকের মাঝে ইউক্রেনের পতাকা বসিয়ে ছবিটিকে ইরাকে ইউক্রেনের ট্যাংক হামলার পূর্বের দৃশ্য দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।
প্রসঙ্গত, ২০০৩ সালে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হুসেনের কাছে গণবিধ্বংসী মারণাস্ত্র রয়েছে অভিযোগ করে তা নির্মূলের কথা বলে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার জোট সঙ্গীরা ইরাকের উপর হামলা চালিয়েছিলো। এরপর আমেরিকার প্রেসিডেন্ট বুশ এক ‘মুক্ত ও শান্তিপূর্ণ’ ইরাক গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং শান্তি প্রতিষ্ঠার কথা বলে আমেরিকা ও তার মিত্র রাষ্ট্রসমূহ ইরাকে সেনা মোতায়েন করে। সেসময় আমেরিকার মিত্র হিসেবে ইউক্রেন ইরাকে সেনা মোতায়েন করেছিলো। পরবর্তীতে ২০০৮ সালে ইউক্রেন ইরাক থেকে সেনা প্রত্যাহার করে।
সুতরাং, ১৯৯১ সালে ইরাকি বাহিনীর বিরুদ্ধে ইরাক-কুয়েত সীমান্তবর্তী এলাকায় মার্কিন সেনাদের ট্যাংকসহ অবস্থানের ছবিকে এডিট করে উক্ত ছবিতে ট্যাংকের মাঝে ইউক্রেনের পতাকা বসিয়ে ছবিটিকে ইরাকে ইউক্রেনের ট্যাংক হামলার পুরোনো দৃশ্য দাবি করে সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: ছবিতে ইউক্রেনের ট্যাংক ইরাকে হামলায়
- Claimed By: Facebook Posts
- Fact Check: Misleading
[/su_box]
তথ্যসূত্র
- Albawaba: https://www.albawaba.com/ar/%D9%81%D9%8A-%D8%B0%D9%83%D8%B1%D9%89-%D8%BA%D8%B2%D9%88-%D8%A7%D9%84%D9%83%D9%88%D9%8A%D8%AA-386602
- The price of the past: Iraq reiterates commitment to pay Kuwait compensations | Al Bawaba
- American Soldiers at Border of Kuwait and Iraq News Photo – Getty Images
- American soldiers deployed in Kuwait during the Persian Gulf War rest… Photo d’actualité – Getty Images
- Iraq Invades Kuwait | Encyclopedia.com
- https://history.state.gov/departmenthistory/short-history/firstgulf
- Persian Gulf War – Definition, Causes & Dates – HISTORY
- The Iraq War | Council on Foreign Relations
- Ukrainians complete mission in Iraq | Article | The United States Army