সম্প্রতি “সরাসরি দেখুন….. ইউক্রেন যুদ্ধ” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কোনো ঘটনার নয় বরং ভিডিওটি বিগত ২০১৭ সাল থেকে ইন্টারনেটে প্রচার হয়ে আসছে।
ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স সার্চের মাধ্যমে, “War Clashes” নামের ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ৫ মে “War in Ukraine: helmet cam 2014” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির হুবহু মিল খুঁজে পাওয়া যায়।
এছাড়াও, “Techno Türk” নামের ইউটিউব চ্যানেলে ২০১৭ সালের ২১ আগস্টে “NEW Combat Footage – Ukraine vs Russia – 1 Russian soldier dead helmet cam” শীর্ষক শিরোনামে প্রকাশিত একই ঘটনায় ধারণকৃত ভিন্ন একটি ভিডিওর অস্তিত্ব পাওয়া যায়।
উক্ত ভিডিওটির সাথে ইউক্রেনের গণমাধ্যম “Espreso.TV” এর ভেরিফাইড ইউটিউব চ্যানেলে ২০১৮ সালের ২৮ জুলাইয়ে “Доба на фронті: один загиблий” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিওর মিল খুঁজে পাওয়া যায়।
মূলত, ইন্টারনেট থেকে পাল্টাপাল্টি সংঘাতের পুরোনো একটি ভিডিও সংগ্রহ করে উক্ত ভিডিওকে সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেনের সরাসরি সংঘাতের দৃশ্য দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
তবে অনুসন্ধানে পাওয়া পুরোনো ভিডিওগুলোতে রাশিয়া-ইউক্রেনের ২০১৪ সালের সংঘাতের দৃশ্য দাবি করা হলেও বিষয়টি পৃথকভাবে যাচাই করে নি রিউমর স্ক্যানার। কিন্তু এই বিষয়টি নিশ্চিত যে ভিডিওটি সাম্প্রতিক সময়ের রাশিয়া-ইউক্রেন সংঘাতের কোনো দৃশ্য নয়।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দৃশ্য দাবিতে পুরোনো ও ভিন্ন ঘটনার বেশ কিছু ভিডিও এবং ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরকম বেশ কয়েকটি ভিডিও এবং ছবি ভুয়া শনাক্ত করে ইতিমধ্যে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, পুরোনো পাল্টাপাল্টি সংঘাতের ঘটনায় ধারণকৃত ভিডিওকে সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দৃশ্য দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: সরাসরি দেখুন….. ইউক্রেন যুদ্ধ
- Claimed By: Facebook Posts
- Fact Check: Misleading
[/su_box]