ছবির সামরিক পোশাক পরিহিত ব্যক্তিটি ইউক্রেনের প্রেসিডেন্টের স্ত্রী নয়

সম্প্রতি “ইউক্রেনের প্রেসিডেন্টের স্ত্রী নিজের মাতৃভূমিকে বাচাতে অস্ত্র হাতে যুদ্ধে নেমে পড়েছে। গভীর শ্রদ্ধা, আফসোস এদেশে কেউ স্বৈরাচারের বিরুদ্ধে এভাবে প্রতিবাদ করেনা।” শীর্ষক শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানেএখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানেএখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ছবিতে অস্ত্র হাতে দাঁড়িয়ে থাকা মহিলাটি ইউক্রেনের প্রেসিডেন্টের স্ত্রী নয় বরং ছবিটি ২০২১ সালে ইউক্রেনের স্বাধীনতা দিবস উপলক্ষে সামরিক কুচকাওয়াজের মহড়ারত অবস্থায় রাস্তায় সামরিক ইউনিফর্মে থাকা একজন ইউক্রেনীয় মহিলা সৈনিকের।

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতির মাধ্যমে, স্টক ফটো ওয়েবসাইট শাটারস্টকে ইউক্রেনিয়ান ফটোগ্রাফার Volodymyr Zakharov কতৃক প্রকাশিত মূল ছবিটি খুঁজে পাওয়া যায়।

Screenshot from Shutterstock website

এছাড়া, একই ছবিটি Volodymyr Zakharov কতৃক প্রকাশিত অন্য স্টক ফটো সাইট Alamy এবং Deposit Photos এ খুঁজে পাওয়া যায়।

Screenshot from Alamy website

মূলত, ২০২১ সালে ইউক্রেনের স্বাধীনতার ৩০ বছর উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজের মহড়ারত অবস্থায় রাস্তায় সামরিক ইউনিফর্মে থাকা একজন ইউক্রেনীয় মহিলা সৈনিকের ছবিই সাম্প্রতিক সময়ে ইউক্রেনের প্রেসিডেন্টের স্ত্রী অস্ত্র হাতে যুদ্ধে নেমেছে দাবি করে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।

Also Read: সামরিক পোশাক পরে ইউক্রেনের প্রেসিডেন্টের রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নামার দাবিটি মিথ্যা

উল্লেখ্য, ইউক্রেনের প্রেসিডেন্ট Volodymyr Zelenskyy এর স্ত্রী Olena Zelenska এর ভেরিফাইড ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট হতে প্রাপ্ত ছবির সঙ্গে সম্প্রতি উক্ত দাবিতে প্রচারিত ছবির মহিলাটির কোন মিল খুঁজে পাওয়া যায় নি।

প্রেসিডেন্ট
Screenshot from Instagram. Altered by Rumor Scanner

সুতরাং, ২০২১ সালে ইউক্রেনের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত মহড়ায় থাকা সামরিক বাহিনীর একজন নারী সৈনিকের ছবিই সাম্প্রতিক সময়ে ইউক্রেনের প্রেসিডেন্টের স্ত্রীর যুদ্ধে নামার ছবি দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: ইউক্রেনের প্রেসিডেন্টের স্ত্রী নিজের মাতৃভূমিকে বাচাতে অস্ত্র হাতে যুদ্ধে নেমে পড়েছে
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

  1. Shutterstock: https://www.shutterstock.com/image-photo/kyiv-ukraine-august-22-2021-rehearsal-2030304626 [1]
  2. Alamy: https://www.alamy.com/kyiv-ukraine-august-22-2021-rehearsal-of-the-military-parade-on-occasion-of-30-years-independence-day-of-ukraine-ukrainian-female-soldier-image439695719.html?irclickid=3NwS6FRDCxyIWHm3t7TLPT4mUkGR6bX5q30o280&irgwc=1&utm_source=77643&utm_campaign=Shop%20Royalty%20Free%20at%20Alamy&utm_medium=impact
  3. Depositphotos: https://depositphotos.com/498925608/stock-photo-kyiv-ukraine-august-2021-rehearsal.html
  4. Olena Zelenska: https://www.instagram.com/olenazelenska_official/

আরও পড়ুন

spot_img