CGI-অ্যানিমেশন ভিডিওকে রাশিয়াতে ইউক্রেনের ড্রোন হামলার দৃশ্য দাবিতে প্রচার

সম্প্রতি, “ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার অনেক ক্ষতি হয়ছে” শীর্ষক শিরোনামে কিছু ভিডিও সামাজিক মাধ্যম টিকটকে ছড়িয়ে পড়েছে।

অ্যানিমেশন

টিকটকে প্রচারিত ভিডিওগুলো দেখুন এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি ইউক্রেন কর্তৃক রাশিয়াতে ড্রোন হামলার নয় বরং এগুলো সিজিআই-অ্যানিমেশনের মাধ্যমে তৈরি করা ভিডিও।

ভিডিওটির কিছু স্থির চিত্র রিভার্স সার্চের মাধ্যমে, “Dahir Semenov” নামের একটি ইউটিউব চ্যানেলে ২০১৪ সালের ২৮ আগস্ট “Weapons of the near future” (অনুবাদিত) শীর্ষক শিরোনামে প্রকাশিত ৮ মিনিট ১০ সেকেন্ড হতে ৮ মিনিট ৫২ সেকেন্ড পর্যন্ত সাম্প্রতিক সময়ে টিকটকের আলোচিত ভিডিওটির সঙ্গে মিল পাওয়া যায়।

মূলত, ভিডিওগুলো রাশিয়ান ইনভেন্টর এবং প্রকৌশলী দাহির সেমেনভ সিজিআই-অ্যানিমেশন প্রযুক্তি ব্যবহার করে তৈরি করেছেন যেগুলো তিনি পূর্বে বিভিন্ন সময়ে তার ইউটিউব চ্যানেল প্রকাশ করেছেন। দাহির সেমেনভ কর্তৃক তৈরিকৃত পুরোনো সিজিআই-অ্যানিমেশনের ভিডিওকেই সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন সংঘাতকে কেন্দ্র করে সামাজিক মাধ্যম টিকটকে প্রচার করা হচ্ছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দৃশ্য দাবিতে পুরোনো ও ভিন্ন ঘটনার বেশ কিছু ভিডিও এবং ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরকম বেশ কয়েকটি ভিডিও এবং ছবি ভুয়া শনাক্ত করে ইতিমধ্যে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

অর্থাৎ, সিজিআই-অ্যানিমেশনের তৈরি ভিডিও ক্লিপকে সাম্প্রতিক সময়ে ইউক্রেন কর্তৃক রাশিয়াতে ড্রোন হামলার দৃশ্য দাবিতে সামাজিক মাধ্যম টিকটকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার অনেক ক্ষতি হয়ছে
  • Claimed By: TikTok users
  • Fact Check: Misleading

[/su_box]

তথ্যসূত্র

  1. Dahir Semenov: https://www.youtube.com/watch?v=7FwDMzIbZrg

আরও পড়ুন

spot_img