রাশিয়া-ইউক্রেনের সংঘাতের দৃশ্য দাবিতে অ্যানিমেশন ভিডিও প্রচার

সম্প্রতি, “ইউক্রেন রাশিয়াকে উলটো হামলা করতাছে দেখুন” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক মাধ্যম টিকটকে ছড়িয়ে পড়েছে।

অ্যানিমেশন

টিকটকে প্রচারিত ভিডিওগুলো দেখুন এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি ইউক্রেন-রাশিয়া সংঘাতের নয় বরং এটি অ্যানিমেশনের মাধ্যমে তৈরি করা এয়ার ডিফেন্স সিস্টেমের ভিডিও।

ভিডিওটির উপরে ডান পাশের কোণায় থাকা জলছাপের সূত্র ধরে, “AirDefense production” নামের একটি ইউটিউব চ্যানেলে ২০১৮ সালের ১৬ ফেব্রুয়ারিতে “The work of the Buk-M2 air defense system on BGM-109 Tomahawk and F / A-18 Hornet, S-300VM “Antey-2500” air defense system on ballistics” (অনুবাদিত) শীর্ষক শিরোনামে প্রকাশিত ভিডিওর ২ মিনিট ৫০ সেকেন্ড হতে ৩ মিনিট ৫০ সেকেন্ড পর্যন্ত টিকটকের আলোচিত ভিডিওটির সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়।

মূলত, এয়ার ডিফেন্স প্রোডাকশন নামের ইউটিউব চ্যানেলটি থ্রিডি গ্রাফিক্স, অ্যানিমেশন এবং ভিজ্যুয়াল ইফেক্ট প্রযুক্তির সহায়তায় ভিডিও তৈরি করে থাকে। তাদের চ্যানেলটিতে এমন একাধিক অ্যানিমেশন ভিডিও পাওয়া যায়। উক্ত চ্যানেলে প্রকাশিত এয়ার ডিফেন্স সিস্টেমের পুরোনো অ্যানিমেশনের ভিডিওকেই সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন সংঘাতের দৃশ্য দাবিতে সামাজিক মাধ্যম টিকটকে প্রচার করা হচ্ছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দৃশ্য দাবিতে পুরোনো ও ভিন্ন ঘটনার বেশ কিছু ভিডিও এবং ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরকম বেশ কয়েকটি ভিডিও এবং ছবি ভুয়া শনাক্ত করে ইতিমধ্যে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

অর্থাৎ, অ্যানিমেশনের মাধ্যমে তৈরি এয়ার ডিফেন্স সিস্টেমের একটি ভিডিও ক্লিপকে সাম্প্রতিক সময়ে ইউক্রেন-রাশিয়ার সংঘাতের দৃশ্য দাবিতে সামাজিক মাধ্যম টিকটকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: ইউক্রেন রাশিয়াকে উলটো হামলা করতাছে দেখুন
  • Claimed By: TikTok users
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

  1. AirDefense production: Работа ЗРК “Бук-М2” по BGM-109 Tomahawk и  F/A-18 Hornet, ЗРС С-300ВМ “Антей-2500” по баллистике

আরও পড়ুন

spot_img