খাগড়াছড়ির গুইমারা উপজেলায় স্কুলশিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদের ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জুম্ম ছাত্র জনতার সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে অন্তত ৩ জন নিহত হয়েছেন। এছাড়া, ১৩ সেনাসদস্য ও ৩ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন বলেও জানা গেছে। এরই প্রেক্ষিতে এক উহ্লামে নামে এক কিশোরীর রক্তমাখা একটি ছবি প্রচার করে দাবি করা হয়, সেনাবাহিনীর গুলিতে আহত হয়ে বাবার কোলে চিৎকার করে বাঁচতে চাওয়া উহ্লামে মারমা মারা গেছেন।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে এবং এখানে।
ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে এবং এখানে।
থ্রেডসে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, খাগড়াছড়িতে সংঘর্ষের ঘটনায় আহত উহ্লামে মারা যাওয়ার দাবিটা সঠিক নয়। তিনি বেঁচে আছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করে Sushanta Tanchangya নামের ফেসবুক অ্যাকাউন্টে গত ২৮ সেপ্টেম্বর প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।
উক্ত পোস্টের ক্যাপশনে বলা হয়, ‘খাগড়াছড়ি গুইমারাতে সেনাবাহিনী গুলিতে আহত উহ্লামে মারমা মাটিরাঙ্গা হসপিটালে চিকিৎসা ধীন অবস্থায় আছে! সকল আদিবাসী পাহাড়ি ভাই বোনদের নিকট বিনীত অনুরোধ রইলো উহ্লামে মারমা দ্রুত সুস্থতার জন্য সবাই মন থেকে আর্শীবাদ করুন সকল আদিবাসী পাহাড়ি দের আর্শীবাদে সুস্ত হয়ে ফিরে আসুক আমাদের আদিবাসী পাহাড়ি ছোট্ট নিষ্পাপ উহ্লামে মারমা! আমি আর্শীবাদ করছি আমার জীবনের সমস্ত পূর্ণ রাশি তাকে দান করে দিয়ে তার সুস্থতা কামনা করছি! আপনাদের সবার আর্শীবাদে আমাদের আদিবাসী বোন উহ্লামে মারমা সুস্থ হয়ে ফিরে আসুক সেই কামনা রইলো!’
পরবর্তীতে এ বিষয়ে পার্বত্য চট্টগ্রামের সাংবাদিক উচিংছা রাখাইন কায়েসের ফেসবুক অ্যাকাউন্টেও একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।
ফেসবুক পোস্টে উহ্লামের পরিবারের বরাত দিয়ে তিনি জানান, খাগড়াছড়ি গুইমারা বাজারে কাপড় ব্যবসায়ী আপ্রমং রাখাইন মেয়ে, আহত উহ্লামে রাখাইন চিকিৎসার পর সুস্থ আছেন। পোস্ট তিনি তার জন্য প্রার্থনার পাশাপাশি গুজব ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ করেন।
উল্লেখ্য, খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় নিহত তিনজন হলেন- আথুই মারমা (২১), আথ্রাউ মারমা (২২) ও তৈইচিং মারমা (২০)।
সুতরাং, খাগড়াছড়িতে সেনাবাহিনীর সাথে সংঘর্ষে আহত কিশোরী উহ্লামের মারা যাওয়ার দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
Sushanta Tanchangya: Facebook Post
Uchingcha Kayes Rakhain: Facebook Post
Prothom Alo: খাগড়াছড়িতে গুলিতে নিহত তিনজনের পরিচয় শনাক্ত, দুই সড়কে অবরোধ শিথিল