সম্প্রতি, ‘আমেরিকায় ব্যস্ততম শহরে আবার বিমান দুর্ঘটনায় ভয়াবহ পরিস্থিতি’ শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে আমেরিকায় বিমান দুর্ঘটনার দৃশ্যের নয় বরং, এটি ২০০১ সালে আমেরিকায় টুইট টাওয়ারে সন্ত্রাসী হামলার ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ভিডিওটির কিছু কী ফ্রেম রিভার্স সার্চ করে ন্যাশনাল জিওগ্রাফিকের ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ১ সেপ্টেম্বর ‘Total Collapse (Full Episode) | 9/11: One Day in America’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি ১২ মিনিট ৫৪ সেকেন্ড থেকে ১৩ মিনিট ৭ সেকেন্ড অংশের হুবহু মিল রয়েছে।

এছাড়া, একই ঘটনায় “911TimeForTruth” নামক ইউটিউব চ্যানেলে ২০১২ সালের ১৪ ফেব্রুয়ারি “9/11 – NIST FOIA WTC2 Collapse – Dust Plume (David Corporon, WNYW-TV)” শীর্ষক শিরোনামে প্রকাশিত ভিডিও খুঁজে পাওয়া যায়।
পরবর্তীতে এ বিষয়ে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করে আন্তর্জাতিক গণমাধ্যম ‘The New York Times’ এর ওয়েবসাইটে ২০০১ সালের ১২ সেপ্টেম্বর “U.S. Attacked: Hijacked Jets Destroy Twin Towers and Hit Pentagon in Day of Terror” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র একটি ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হয়েছিল। সন্ত্রাসীরা একটি বিমান ছিনতাই করে নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার টাওয়ার (টুইন টাওয়ার) এবং ওয়াশিংটনের কাছে পেন্টাগনে আঘাত করেছিল।
সুতরাং, ২০০১ সালে আমেরিকায় টুইট টাওয়ারে সন্ত্রাসী হামলার ভিডিওকে সাম্প্রতিক সময়ে আমেরিকায় বিমান দুর্ঘটনার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- National Geographic – Total Collapse (Full Episode) | 9/11: One Day in America
- The New York Times – U.S. Attacked: Hijacked Jets Destroy Twin Towers and Hit Pentagon in Day of Terror