সম্প্রতি ‘তুরস্কের ভূমিকম্পে ধসে পড়া ভবনে আটকে পড়া ব্যক্তির জন্য পোষ্য কুকুরের আহাজারির দৃশ্য‘ শীর্ষক দাবিতে একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।

ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সম্প্রতি তুরস্কে সংঘটিত ভূমিকম্প পরবর্তী ছবিতে দাবিতে ফেসবুকে প্রচারিত কুকুরের ছবিটি সাম্প্রতিক সময়ের নয় বরং এটি একটি স্টক ছবি, যা ২০১৮ সাল থেকেই ইন্টারনেটে বিদ্যমান।
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে স্টক ছবির ওয়েবসাইট Alamy.com এ ২০১৮ সালের ১৮ অক্টোবর ‘Dog looking for injured people in ruins after earthquake.‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত এই ছবিটি খুঁজে পাওয়া যায়।

ছবিটির বিস্তারিত বিবরণী থেকে দেখা যায়, এটির কন্ট্রিবিউটর হিসেবে Jaroslav Noska (জ্যারোস্ল্যাভ নোস্কা) নামে জনৈক ব্যক্তির নাম দেওয়া রয়েছে।

পাশাপাশি আরেকটি স্টক ছবির ওয়েবসাইট Shutter Stock এ ‘Dog looking for injured people in ruins after earthquake‘ শীর্ষক শিরোনামে একই ছবিটি খুঁজে পাওয়া যায়।

এছাড়া ওয়েবসাইটটি থেকে ছবিটির কন্ট্রিবিউটরের একাউন্ট ‘Noska Photo‘ খুঁজে পাওয়া যায়।

একাউন্টটি ঘেঁটে দেখা যায়, ছবিটির কন্ট্রিবিউটর Jaroslav Noska চেক রিপাবলিকের নাগরিক।
প্রসঙ্গত ইতোপূর্বে ২০১৯ সালেও এই ছবিটি আলবেনিয়ায় সংঘটিত ৬.৪ মাত্রার ভূমিকম্পের পরে দেশটির ঘটনা দাবিতেও প্রচার হয়েছিল।

উল্লেখ্য, গত সোমবার ভোরে সিরিয়ার সীমান্তের কাছে দক্ষিণ-পূর্ব তুরস্কের গাজিয়ান্তেপ শহরের কাছে সংঘটিত ৭.৮ মাত্রার এই ভূমিকম্পে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সিরিয়া ও তুরস্ক মিলিয়ে প্রায় ৮ হাজার ৭০০ মানুষ মারা গিয়েছে। এর মধ্যে তুরস্কের নাগরিক ৬ হাজার ২৩৪ জন বলে দেশটির কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানিয়েছে। এছাড়া আহত হয়েছে অন্তত ৩৭ হাজার মানুষ।

মূলত, গত সোমবার ভোরে সিরিয়ার সীমান্তের কাছে দক্ষিণ-পূর্ব তুরস্কের গাজিয়ান্তেপ শহরের কাছে ৭.৮ মাত্রার একটি ভূমিকম্প সংঘটিত হয়। এতে দুইটি দেশই প্রাণহানি সহ ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়। এরই প্রেক্ষিতে ‘তুরস্কের ভূমিকম্পে ধসে পড়া ভবনে আটকে পড়া ব্যক্তির জন্য পোষ্য কুকুরের আহাজারির দৃশ্য’ দাবিতে ফেসবুকে একটি ছবি প্রচার করা হচ্ছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ছবিটি তুরস্কের সাম্প্রতিক ভূমিকম্পের ঘটনার ছবি নয়। প্রকৃতপক্ষে এটি একটি স্টক ছবি। এটি ২০১৮ সাল থেকেই ইন্টারনেটে রয়েছে।
সুতরাং, ইন্টারনেটে বিদ্যমান কুকুরের পুরোনো স্টক ছবিকে সম্প্রতি সংঘটিত তুরস্কের ভূমিকম্প পরবর্তী ধসে পড়া ভবনে আটকে পড়া ব্যক্তির জন্য পোষ্য কুকুরের আহাজারির দৃশ্য দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Alamy.com: Dog looking for injured people in ruins after earthquake
- Shutter Stock: Dog looking for injured people in ruins after earthquake
- Shutter Stock: https://www.shutterstock.com/g/NoskaPhoto
- Class Life Style: These 3 photos that are circulating after the earthquake have not been made in Albania
- Al Jazeera: Turkey-Syria earthquake live news: Erdogan to visit hit areas