ওশানগেট টাইটানের চালকের মৃত্যুর পর সাবমেরিন চালক নিয়োগের নতুন কোনো বিজ্ঞপ্তি দেয়নি

সম্প্রতি, টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে যাওয়া সাবমেরিন টাইটান নিখোঁজের সংবাদের পর সাবমেরিনটির মালিকানা প্রতিষ্ঠান ‘ওশানগেট সাবমেরিনের জন্য নতুন চালক খুঁজছে’ শীর্ষক দাবিতে প্রতিষ্ঠানটির ওয়েববসাইটের একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। এই বিষয়ে দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমেও একাধিক সংবাদ প্রকাশ করা হয়েছে।

দেশীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন জাগো নিউজ২৪, কালবেলা, নিউজজি২৪, এবিনিউজ২৪, জয় যুগান্তর

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন নিউ ইয়র্ক পোস্ট, ডেইলি মিরর, ইয়াহু, ডেইলি স্টার.ইউকে, নিউ ইয়র্ক ডেইলি নিউজ, প্যাডেস্ট্রিয়ান.টিভি, রাডার অনলাইন

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন নিউজ১৮ , স্পোর্টসকিডা, হিন্দুস্থান টাইমস,  দ্যা স্টেটমেন্টস

গণমাধ্যমের ফেসবুক পেইজসহ অন্যান্য পেইজে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ),   এখানে (আর্কাইভ),  এখানে (আর্কাইভ),  এখানে (আর্কাইভ),  এখানে (আর্কাইভ),  এখানে (আর্কাইভ)।  

গণমাধ্যমের ইউটিউব চ্যানেলে প্রচারিত ভিডিও দেখুন জাগোনিউজ২৪ (আর্কাইভ)।

একই বিষয়ে শিরোনামে সিদ্ধান্ত জানিয়ে খবরের ভিতরে অস্পষ্টতা রেখে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন চ্যানেল২৪, ঢাকা মেইল, আনন্দবাজার। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘ওশানগেট সাবমেরিনের জন্য নতুন চালক খুঁজছে’ শীর্ষক দাবিতে প্রচারিত স্ক্রিনশটে থাকা নিয়োগ বিজ্ঞপ্তিটি টাইটান নিখোঁজের ঘটনায় প্রতিষ্ঠানটির সাবমেরিন চালক মৃত্যুর পর প্রকাশিত হয়নি বরং অন্তত ২০২০ সাল থেকেই একই তথ্য সম্বলিত নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রতিষ্ঠানটির ওয়েববসাইটে খুঁজে পাওয়া যায়। ইন্টারনেট আর্কাইভ ওয়েবসাইটের মাধ্যমে সর্বশেষ গত ৩০ মেও প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে একই নিয়োগ বিজ্ঞপ্তির অস্তিত্ব পাওয়া যায়।

দাবিটির সত্যতা যাচাইয়ে রিউমর স্ক্যানার টিম প্রতিষ্ঠানটির ওয়েববসাইটে এ নিয়ে অনুসন্ধান করে। তবে এই আর্টিকেল লেখার সময় পর্যন্ত ওশানগেটের ওয়েবসাইট (আর্কাইভ) ডাউন থাকায় সেখানে প্রবেশ করা যায়নি।

Screenshot: oceangate.com

বিজ্ঞপ্তিটির প্রকাশকাল সম্পর্কে যা জানা যাচ্ছে 

রিউমর স্ক্যানার টিম অনুসন্ধানের এ পর্যায়ে বিজ্ঞপ্তিটির প্রকাশকাল নিয়ে যাচাইয়ে ইন্টারনেট আর্কাইভের ওয়েবসাইট archive.org তে ওশানগেটের ‘OceanGate Career Opportunity’ শীর্ষক উক্ত ওয়েবপেজের লিংকটি কপি করে অনুসন্ধান করে। এতে ওয়েবসাইটটিতে ওশানগেটের  সাবমেরিনের জন্য নতুন চালক খোঁজার বিজ্ঞপ্তি সম্বলিত উক্ত ওয়েবপেজটির আর্কাইভ সংস্করণ  খুঁজে পাওয়া যায়। 

Screenshot: archived on 3 August, 2020

আর্কাইভের ওয়েবসাইটটিতে বিদ্যমান ওশানগেটের  ওয়েবপেজটি বিশ্লেষণ করে  ২০২০ সালের ৩ আগস্ট থেকে শুরু করে ২০২৩ সালের ৩০ মে পর্যন্ত ওয়েবসাইটটিতে ওশানগেটের উক্ত ওয়েবপেজটির একাধিক আর্কাইভ সংস্করণ পাওয়া যায়। 

Image Collage: Rumor Scanner 

এছাড়া বিশ্লেষণে আরও দেখা যায়, ওশানগেটের  ‘OceanGate Career Opportunity’ শীর্ষক  ওয়েবপেজটির প্রতিটি আর্কাইভ সংস্করণেই একই তথ্য বিদ্যমান। 

গণমাধ্যম সূত্রে জানা যায়, গত ১৮ জুন আটলান্টিক মহাসাগরের তলদেশে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে যাওয়ার পথে চালকসহ পাঁচ যাত্রী নিয়ে টাইটান সাবমেরিনটি নিখোঁজের ঘটনা ঘটে। 

Screenshot: Al Jazeera 

পরবর্তীতে গত ২২ জুন মহাসাগরের তলদেশে ব্যাপক তল্লাশির পর উদ্ধারকারীরা সাবমেরিনটির ধ্বংসাবশেষ পাওয়ার কথা জানায়। এরই প্রেক্ষিতে ফেসবুকে ওশানগেটের নতুন করে সাবমেরিন চালক নিয়োগের একটি দাবি ছড়িয়ে পড়ে। 

তবে প্রতিষ্ঠানটির ওয়েবপেজের ২০২০ সালের আর্কাইভে পাওয়া তথ্য অনুযায়ী আলোচিত নিয়োগ বিজ্ঞপ্তিটির সঙ্গে দুর্ঘটনার পূর্বে সর্বশেষ গত ৩০ মের আর্কাইভে পাওয়া নিয়োগ বিজ্ঞপ্তির মিল খুঁজে পাওয়া যায়। 

Image Collage: Rumor Scanner 

অর্থাৎ, ওশানগেট সাবমেরিনের জন্য নতুন চালক খুঁজছে দাবিতে প্রচারিত প্রতিষ্ঠানটির ওয়েব পেজের স্ক্রিনশট সম্বলিত নিয়োগ বিজ্ঞপ্তিটি সাম্প্রতিক সময়ের নয়।

আর্কাইভ কি? 

যেহেতু ইন্টারনেটে প্রচারিত যেকোনো তথ্য সহজেই মুছে ফেলা যায়, তাই ফ্যাক্টচেকিংয়ের আর্কাইভ একটি গুরুত্বপূর্ণ টুল। ফ্যাক্ট-চেকিংয়ে আর্কাইভ বলতে বুঝায়, ইন্টারনেটের কোনো কন্টেন্ট বা  আধেয়ের ফুটপ্রিন্ট বা হুবহু কপি সংরক্ষণ করা। অনেক সময়েই দেখা যায়, গণমাধ্যম কিংবা বিভিন্ন সাইটে কোনো তথ্য প্রচারের পর পরবর্তীতে সেটি পরিবর্তন বা মুছে ফেলে। সেই মুছে ফেলা আধেয় কিংবা অপরিবর্তিত অবস্থার আধেয় খুঁজে পেতে সহযোগিতা করে ইন্টারনেট আর্কাইভ।

এছাড়াও একটি নির্দিষ্ট সময়ে কোনো সাইটে কি কি আধেয় ছিল, কোন আধেয় কখন প্রথম প্রকাশ হয়েছিল, সাইটের ইন্টারফেস সহ আধেয়ের বিবর্তনের রূপরেখা খুঁজে পেতেও সহযোগিতা করে ইন্টারনেট আর্কাইভ।

মূলত, আটলান্টিক মহাসাগরের তলদেশে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখাতে পাঁচজন আরোহী নিয়ে টাইটান নামে একটি সাবমেরিনে চড়ে গত ১৮ জুন যাত্রা শুরু করে যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান ওশানগেট। তবে যাত্রার প্রায় দুই ঘন্টা পরেই সাবমেরিনটি সমুদ্রপৃষ্ঠ থাকা মূল জাহাজের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলে। পরবর্তীতে গত ২২ জুন মহাসাগরের তলদেশে ব্যাপক তল্লাশির পর উদ্ধারকারীরা সাবমেরিনটির ধ্বংসাবশেষ পাওয়ার কথা জানান। উক্ত ঘটনায় তিন আরোহী সহ ফ্রান্সের নৌবাহিনীর সাবেক সদস্য পল অঁরি নাজোলে এবং ওশানগেটের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাবমেরিনটির চালক স্টকটন রাশও মারা যান। এমন প্রেক্ষিতেই সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে টাইটানের মালিকানা প্রতিষ্ঠান ওশানগেটের ওয়েবসাইট থেকে একটি স্ক্রিনশট নিয়ে দাবি করা হচ্ছে, টাইটান নিখোঁজের ঘটনায় চালকের মৃত্যুর পর ওশানগেট সাবমেরিনের জন্য নতুন চালক খুঁজছে। তবে অনুসন্ধানে দেখা যায়, ওশানগেট সাবমেরিনের জন্য নতুন চালক খোঁজার দাবিতে প্রচারিত নিয়োগ বিজ্ঞপ্তিটি অন্তত ২০২০ সাল থেকেই প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বিদ্যমান।

সুতরাং, টাইটান নিখোঁজের ঘটনায় চালকের মৃত্যুর পর ওশানগেট সাবমেরিনের জন্য নতুন চালক নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img