শেখ হাসিনার বাড়িতে আগুন দাবিতে ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও প্রচার

সম্প্রতি, ‘শেখ হাসিনার বাড়িতে আগুন’ শীর্ষক দাবিতে একটি ভিডিও শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

আগুন

টিকটকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।


ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, এই ভিডিওটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনার নয় বরং এটি ২০১৯ সালে বনানীর বহুতল বানিজ্যিক ভবন এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ধারণকৃত ভিডিও।

অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে দেশের মূলধারার গণমাধ্যম প্রথম আলো’র ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ২৮ মার্চ ‘বনানীর আগুনে নিহত ৭ | 7 die in Dhaka high-rise building fire’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

Screenshot: Prothom Alo YouTube 

ভিডিও’টির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, এটি ২০১৯ সালের ২৮ মার্চ রাজধানীর বনানীর বহুতল বানিজ্যিক ভবন এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনার ভিডিও। এই ভিডিওটির সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনে অগ্নিকাণ্ডের দাবিতে প্রচারিত ভিডিও’টির হুবহু মিল খুঁজে পাওয়া যায়।

Video Comparison by Rumor Scanner 

পরবর্তীতে কি ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে মূলধারার গণমাধ্যম ডেইলি স্টারের অনলাইন সংস্করণে ২০১৯ সালের ২৯ মার্চ ‘বনানীর আগুনে মৃতের সংখ্যা বেড়ে ২৫,পরিবারের কাছে ২৪ মরদেহ হস্তান্তর’ শীর্ষক শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদন থেকেও সেসময়ের ভয়াবহ অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

Screenshot: The Daily Star

অর্থাৎ, উপরোক্ত বিষয়গুলো পর্যালোচনা করলে এটা স্পষ্ট যে, আলোচিত ভিডিওটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনার নয়।

পাশাপাশি, মূলধারার গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো সূত্রে সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রীর বাসভবনে অগ্নিকাণ্ডের বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

মূলত, ২০১৯ সালের ২৮ মার্চ বনানীর বহুতল বানিজ্যিক ভবন এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সাম্প্রতিক সময়ে সেই অগ্নিকাণ্ডের ঘটনায় ধারণকৃত একটি ভিডিওকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনার ভিডিও দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। প্রকৃতপক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনে অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, পূর্বেও ভিন্ন ঘটনার একটি ভিডিওকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন এবং হামিম গ্রুপের ভবনে অগ্নিকাণ্ডের দাবিতে প্রচার করা হলে সেসময় বিষয়টি মিথ্যা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, ২০১৯ সালে বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনার ভিডিওকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনে অগ্নিকাণ্ডের ভিডিও দাবিতে ইন্টারনেট প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img