সম্প্রতি “আফগানিস্থান দখলের পর তালেবানদের হালাল ড্যান্সে আনন্দ” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল কিছু ফেসবুক পোস্টে দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি আফগানিস্তান দখলের পর তালেবানদের আনন্দ উল্লাসের বা সাম্প্রতিক সময়ের নয় বরং ভিডিওটি পুরোনো এবং ভিন্ন ঘটনার।
ভিডিও সার্চিং প্রযুক্তি ব্যাবহারে দেখা যায়, এই ভিডিওটি গত ২৫ মার্চে Usman Khan নামক একটি ইউটিউব চ্যানেলে DJ Bannu Dance শিরোনামে এবং ২৯ মার্চ s Shoaib Wajid চ্যানেলে Amazing Dance. DJ night in Bannu..with AK-47 শিরোনামে আপলোড করা হয়েছিলো।
Bannu মূলত পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার প্রদেশের একটি শহরের নাম।
ভিডিওটি ইউটিউবে পাকিস্তানের Bannu শহর উল্লেখ করে আপলোড করা হলেও এটি কোন সময়ে ও কি প্রেক্ষাপটে ধারণ করা হয়েছিলো এবং ভিডিওতে থাকা ব্যক্তিরা কারা সে সম্পর্কে পর্যাপ্ত তথ্য খুঁজে না পাওয়া গেলেও এটি নিশ্চিত যে ভিডিওটি সাম্প্রতিক সময়ে তালেবান কর্তৃক আফগানিস্তানের রাজধানীর নিয়ন্ত্রণ নেওয়ার পরের উল্লাসের নয়। কারণ ভিডিওটি পূর্বেও ইউটিউব সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে পাকিস্তানের একটি প্রদেশের অনুষ্ঠান চলাকালীন সময়ে ধারণা করা দাবীতে আপলোড করা হয়েছিলো।
View this post on Instagram
উল্লেখ্য, গত ১৫ই আগষ্ট আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি দেশত্যাগ করার পর কাবুলের প্রেসিডেন্ট প্যালেসের দখল নিয়ে নতুন সরকার গঠনের ঘোষণা দেয় তালেবান।
অর্থাৎ, পুরোনো ও ভিন্ন ঘটনার একটি ভিডিওকে বর্তমানে আফগানিস্তান দখলের পর তালেবানদের আনন্দ উল্লাসের চিত্র দাবিতে প্রচার করা হচ্ছে যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: আফগানিস্থান দখলের পর তালেবানদের হালাল ড্যান্সে আনন্দ
- Claimed By: Facebook Posts
- Fact Check: Misleading
[/su_box]