ভিডিওটি তালেবান কর্তৃক আফগান ভাইস প্রেসিডেন্ট প্রাসাদ দখলের নয়

সম্প্রতি “আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্টের প্রাসাদ দখলে নেওয়ার পর তালেবান যোদ্ধারা প্রাসাদের ভেতর কিভাবে অবস্থান করছে দেখুন” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল কিছু ফেসবুক পোস্টের আর্কাইভ ভার্সন দেখুন এখানেএখানে, এখানেএখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি আফগান ভাইস প্রেসিডেন্টের প্রাসাদের নয় বরং এটি তিন দিন পূর্বে ধারণ করা কান্দাহার গর্ভনর হাউসের ভিডিও।

ভিডিও সার্চিং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেখা যায়, এই ভিডিওটি গত ১৪ আগস্ট ‘BOL News’ নামক একটি ইউটিউব চ্যানেলে কান্দাহার গভর্নর হাউসে তালেবানদের অবস্থান শিরোনামে আপলোড করা হয়েছিলো।

মূলত, ১৫ আগস্ট গতকাল তালেবান কর্তৃক আফগানিস্তানের রাজধানী দখল হওয়ার পর বাংলাদেশের জাতীয় দৈনিক ইনকিলাবের ফেসবুক পেজে কোন প্রকার সূত্র ছাড়াই ‘ভিডিও সংগ্রহীত’ লিখে তালেবানদের আফগান ভাইস প্রেসিডেন্টের প্রাসাদে অবস্থান দাবিতে ভিডিওটি পোস্ট করা হয় এবং ইনকিলাবকে সূত্র ধরে কপি পেস্টের মাধ্যমে এই ভিডিওটি ভুয়া শিরোনামে সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, গত ১২ ই আগস্ট আফগানিস্তানের সরকারি বাহিনী হতে দেশটির কান্দাহার শহর নিজেদের নিয়ন্ত্রণে নেয় তালেবানরা। সর্বশেষ গতকাল ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের মাধ্যমে তালেবানরা তাদের যুদ্ধের সমাপ্তি ঘোষণা করে।

একটি টুইটার একাউন্টে উক্ত ঘটনার আরো দুইটি ভিডিও খুঁজে পাওয়া গিয়েছে:

অর্থাৎ, আফগান ভাইস প্রেসিডেন্টের প্রাসাদে তালেবানদের অবস্থান শীর্ষক শিরোনামে প্রচারিত ভিডিওটি সম্পূর্ণ বিভ্রান্তিকর।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্টের প্রাসাদ দখলে নেওয়ার পর তালেবান যোদ্ধারা প্রাসাদের ভেতর কিভাবে অবস্থান করছে দেখুন
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: Misleading

[/su_box]

আরও পড়ুন

spot_img