ঢাবি শিক্ষার্থীদের কক্ষ থেকে নয়, শাবিপ্রবির ছাত্রলীগ নেতা-কর্মীদের কক্ষ থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে

সকল গ্রেডের সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কার করে কোটা ব্যবস্থার স্থায়ী সমাধানের দাবিতে দেশজুড়ে শিক্ষার্থীরা গত পহেলা জুলাই থেকে টানা আন্দোলন চালিয়ে যাওয়ার মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক চীন সফর নিয়ে গত ১৪ জুলাই এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়েও কথা বলেন। সে সময় প্রধানমন্ত্রীর একটি বক্তব্যকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হন। এর প্রেক্ষিতে বিক্ষোভের মাত্রা বাড়ে, ঘটে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা। গত ১৭ জুলাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ছাত্রলীগের নেতাকর্মীদের কক্ষ ভাঙচুর করে সাধারণ শিক্ষার্থীরা। 

এরই প্রেক্ষিতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের সাধারণ শিক্ষার্থীদের কক্ষ থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবির অস্ত্র ও মদের বোতল গুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের কক্ষ থেকে উদ্ধার করা হয়নি বরং এই অস্ত্র ও মদের বোতল গুলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শাহপরান হলের ছাত্রলীগ নেতা-কর্মীদের কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে। 

অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চ করে আজকের পত্রিকার ওয়েবসাইটে গত ১৭ জুলাই “শাবিপ্রবির হল নিয়ন্ত্রণে নিল আন্দোলনকারী শিক্ষার্থীরা, অস্ত্র উদ্ধার” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। 

উক্ত প্রতিবেদনে থাকা ছবিটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির হুবহু মিল রয়েছে। 

Image Comparison By Rumor Scanner 

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রদের আবাসিক হল নিয়ন্ত্রণে নিল আন্দোলনকারী শিক্ষার্থীরা। সেসময় নেতাকর্মীদেরন কক্ষ থেকে অস্ত্র ও মদের বোতল উদ্ধার করা হয়। 

এছাড়া, একই দিনে অনলাইন সংবাদমাধ্যম জাগো নিউজ২৪ এর ওয়েবসাইটে “শাবিপ্রবির ছাত্রলীগ নেতাদের কক্ষ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য পাওয়া যায়।

পরবর্তীতে ছবিটির বিষয়ে অধিকতর নিশ্চিত হতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দায়িত্বরত একাধিক গণমাধ্যমকর্মীর সাথে কথা বলে রিউমর স্ক্যানার টিম। 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জাতীয় দৈনিক সমকাল এর প্রতিনিধি রাজিব হোসেন বলেন, ছবিটি সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলে উদ্ধারকৃত অস্ত্রের ছবি৷ 

ডিবিসি নিউজ এর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি শাদমান শাবাব বলেন, ছবিটি সাস্টের শাহপরান হল থেকে অস্ত্র উদ্ধারের। 

মূলত, কোটা সংস্কার আন্দোলনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্ষমতাশীল দলের ছাত্রসংগঠন ছাত্রলীগের বাধ্য মুখে পড়েন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে বিক্ষুব্ধ হয়ে গত ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলগুলোতে ছাত্রলীগ নেতা-কর্মীদের কক্ষে ভাংচুর ও অভিযান চালায় আন্দোলনরত শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলের ছাত্রলীগের নেতাকর্মীদের কক্ষ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও মদের বোতল উদ্ধার করা হয়। সেসময় শাহপরান হল থেকে উদ্ধার করা অস্ত্র ও মাদকের একটি ছবিকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের কোটা সংস্কার আন্দোলনত শিক্ষার্থীদের কক্ষ থেকে উদ্ধার করা অস্ত্র ও মাদকের ছবি বলে প্রচার করা হয়। প্রকৃতপক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের কক্ষ থেকে অস্ত্র ও মাদক উদ্ধারের তথ্যের কোনো সত্যতা মেলেনি।

সুতরাং, শাবিপ্রবির শাহপরান হলে ছাত্রলীগ নেতা-কর্মীদের কক্ষ থেকে উদ্ধারকৃত অস্ত্র ও মাদকের ছবিকে ঢাবির ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের কক্ষ থেকে অস্ত্র উদ্ধারের দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img