সম্প্রতি, ভারতের কিংবদন্তী নাট্যকার উৎপল দত্ত ও শোভা সেন দম্পতির কন্যা বিষ্ণুপ্রিয়া দত্তের মেয়ে দাবিতে একটি ছবি ফেসবুকে প্রচার করা হচ্ছে, যেখানে দাবি করা হচ্ছে, তিনি ইন্টারন্যাশনাল থিয়েটার ফেডারেশনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, নাট্যকার উৎপল দত্তের মেয়ে বিষ্ণুপ্রিয়ার দাবিতে যে ছবিটি প্রচার করা হচ্ছে সেটি বিষ্ণুপ্রিয়ার নয় বরং ছবিটি একই নামের ভিন্ন এক ব্যক্তির।
এই বিষয়ে অনুসন্ধানের শুরুতে প্রচারিত দাবিতে থাকা ছবিটির রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে পেশাজীবীদের সামাজিক যোগাযোগ সংক্রান্ত প্লাটফর্ম লিংকডইন এর ওয়েবসাইটে ‘Bishnupriya Dutta‘ (আর্কাইভ) নামের একটি অ্যাকাউন্টে উক্ত ছবিটি খুঁজে পাওয়া যায়।

প্রোফাইলে থাকা তথ্য অনুযায়ী, ছবিতে থাকা ব্যক্তিটির নাম বিষ্ণুপ্রিয়া দত্ত। তবে তিনি কোনো অধ্যাপিকা নন। তিনি একটি তথ্য প্রযুক্তি সংস্থায় কাজ করেন।
অর্থাৎ ছবিটির নাম আলোচিত ব্যক্তির সাথে মিললেও তার পরিচয় মিলছে না।
পরবর্তীতে অনুসন্ধানে উক্ত দাবিতে থাকা তথ্য অনুযায়ী প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ‘Everything Experimental’ নামক একটি ভারতীয় সংবাদমাধ্যমের ওয়েবসাইটে গত ২৯ মার্চ ‘Bishnupriya Dutt Talks Women In Theatre And More At The Media Launch Of META 2023‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

উক্ত প্রতিবেদনে বিষ্ণুপ্রিয়া দত্তের একটি ছবি রয়েছে এবং তিনি সেখানে নিজেকে কিংবদন্তী নাট্যকার উৎপল দত্তের মেয়ে হিসেবে উল্লেখ করেছেন। প্রতিবেদন থেকে জানা যায়, তিনি দিল্লি জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর।
পরবর্তীতে, জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও বিষ্ণুপ্রিয়া দত্তের ছবি সহ তথ্য পাওয়া যায়।
ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী তিনি জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের স্কুল অব আর্টস অ্যান্ড অ্যাসথেটিকস বিভাগের একজন প্রফেসর।

পাশাপাশি IFTR (International Federation for Theatre Research) নামক সংস্থাটির অফিশিয়াল ওয়েবসাইটেও সংস্থাটির প্রেসিডেন্ট হিসেবে বিষ্ণুপ্রিয়ার নাম এবং ছবির উল্লেখ রয়েছে।

মূলত, সম্প্রতি কিংবদন্তী নাট্যকার উৎপল দত্ত ও শোভা সেন দম্পতির কন্যা বিষ্ণুপ্রিয়া দত্তের মেয়ে দাবিতে একটি ছবি ফেসবুকে প্রচার করা হচ্ছে। কিন্তু রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি উৎপল দত্তের মেয়ে বিষ্ণুপ্রিয়ার নয়। প্রকৃতপক্ষে, একটি তথ্য প্রযুক্তি সংস্থায় কাজ করা একই নামের ভিন্ন এক ব্যক্তির ছবিকে উক্ত দাবিতে প্রচার করা হচ্ছে।
সুতরাং, নাট্যকার উৎপল দত্তের মেয়ে বিষ্ণুপ্রিয়ার দাবিতে ভিন্ন এক ব্যক্তির ছবি ফেসবুকে প্রচার করা হচ্ছে ; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Linkedin Profile : Bishnupriya Dutta
- Everything Experimental : Bishnupriya Dutt Talks Women In Theatre And More At The Media Launch Of META 2023
- University Website : জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়
- Official Website : International Federation for Theatre Research