সম্প্রতি, যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এর জিম বা শারীরিক ব্যায়াম করার দৃশ্য দাবিতে একটি ছবি সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জিম করছেন দাবিতে জিম বা শারীরিক ব্যায়ামের দৃশ্যটি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নয় বরং, ভিন্ন এক ব্যক্তির ছবি আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানে ‘mr__salmuddin’ নামক ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে গত ২৫ জুন আপলোডকৃত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির দৃশ্য, স্থান এবং ব্যক্তিটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির সাথে সাদৃশ্য লক্ষ্য করা যায়।
উক্ত ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে দেখা যায়, অ্যাকাউন্টটিতে থাকা প্রায় ভিডিওই একই ব্যক্তির এবং অ্যাকাউন্টটির এবাউট সেকশন থেকে জানা যায়, অ্যাকাউন্টটি ইন্ডিয়া থেকে পরিচালিত।
অর্থাৎ, জিমের আলোচিত ছবিটি যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নয়।
সুতরাং, ভিন্ন ব্যক্তির জিম বা শারীরিক ব্যায়ামের ছবিকে যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ছবি দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Mr__salmuddin: Instagram video
- Rumor Scanner’s Own Analysis