মহানবী (সা:) এর রওজা দাবিতে ভিন্ন ব্যক্তির কবরের ভিডিও প্রচার 

সম্প্রতি, মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর রওজা মোবারক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। 

রওজা

ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর রওজা মোবারক দাবিতে প্রচারিত ভিডিওটি মহানবী (সা:) এর রওজা মোবারকের নয় বরং ভিডিওটি ইরাকের শেখ আব্দুল আজিজ আল জিলানির মাজারের। 

অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চ করে hasan.biek (ইংরেজি অনূদিত) নামক একটি ইরাকি ইউটিউব চ্যানেলে একটি ভিডিও খুঁজে (আর্কাইভ) পাওয়া যায়। 

উক্ত ভিডিওটির সাথে আলোচিত ভিডিওটির হুবহু মিল রয়েছে। 

Video Comparison By Rumor Scanner 

উক্ত ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, এটি ইরাকের শেখ আব্দুল আজিজ আল জিলানির মাজার।

এছাড়া, “Sultanul Auliya Gouse Paak” নামক একটি ফেসবুক পেজেও একই স্থানের একটি ভিডিও (আর্কাইভ) পাওয়া যায়। 

উক্ত ভিডিওর ক্যাপশনে শেখ আব্দুল আজিজ আল জিলানির মাজার বলা হয় এবং লোকেশন হিসেবে দুহোক, কুর্দিস্তান অঞ্চল, ইরাক উল্লেখ করা হয়৷ 

মূলত, সম্প্রতি মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর রওজা মোবারক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি মহানবী (সা:) এর রওজা মোবারকের নয়। প্রকৃতপক্ষে, ভিডিওটি ইরাকের শেখ আব্দুল আজিজ আল জিলানির মাজারের ভিডিও। 

সুতরাং, ইরাকের শেখ আব্দুল আজিজ আল জিলানির মাজারের ভিডিওকে মহানবী (সা:) এর রওজা মোবারকের ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img