যমুনা টিভির ভুয়া ফটোকার্ডে কোকাকোলা খেয়ে সিরাজগঞ্জে তিনজনের মৃত্যুর গুজব 

ফিলিস্তিন ইস্যুতে বেভারেজ পণ্য কোকাকোলা বয়কটের ক্যাম্পেইন চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্র ৷

এরইমধ্যে ‘কোকাকোলা খেয়ে সিরাজগঞ্জে তিন জনের মৃত্যু’- শীর্ষক তথ্যে বা শিরোনামে বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।  

কোকাকোলা

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কোকাকোলা খেয়ে সিরাজগঞ্জে তিন জনের মৃত্যু- শীর্ষক কোনো সংবাদ বা ফটোকার্ড যমুনা টিভি প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যমুনা টিভির ফটোকার্ডের আদলে একটি ফটোকার্ড তৈরি করে আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে।  

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটি প্রকাশের তারিখ ১৩ জুন ২০২৪ উল্লেখ রয়েছে। 

Screenshot: Facebook 

যমুনা টিভির লোগো ও প্রকাশের তারিখের সূত্র ধরে অনুসন্ধানে যমুনা টিভির ফেসবুক পেজে এসংক্রান্ত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।  

এছাড়া, যমুনা টিভির ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও এসংক্রান্ত কোনো সংবাদ পাওয়া যায়নি।  

ফটোকার্ডটি বিশ্লেষণ করে এর ডিজাইনের সাথে যমুনার টেলিভিশনের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলোর গ্রাফিক্যাল ডিজাইনের মিল পেলেও শিরোনামে ব্যবহৃত ফন্টের অসামঞ্জতা খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম।

Photocard Comparison By Rumor Scanner 

অর্থাৎ, ১৩ জুন যমুনা টিভির ফেসবুক পেজে প্রকাশিত একটি ফটোকার্ড এডিট করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

পাশাপাশি, অন্য কোনো গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রেও সাম্প্রতিক সময়ে সিরাজগঞ্জ কিংবা দেশের অন্য কোনো স্থানে কোকাকোলা পানে মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি। 

মূলত, সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ডে ‘কোকাকোলা খেয়ে সিরাজগঞ্জে তিন জনের মৃত্যু’- শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কোকাকোলা খেয়ে সিরাজগঞ্জে তিনজনের মৃত্যুর তথ্যটি মিথ্যা। এছাড়া, যমুনা টিভি এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। পাশাপাশি অন্যকোনো গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রেও আলোচিত দাবির পক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।  

সুতরাং, ‘কোকাকোলা খেয়ে সিরাজগঞ্জে তিন জনের মৃত্যু’- শীর্ষক দাবিটি মিথ্যা এবং উক্ত দাবিতে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি এডিটেড বা সম্পাদিত।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img