গত ১৮ জুলাই রাজধানীর উত্তরা আজমপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ।
সম্প্রতি, নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধর লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে- শীর্ষক দাবিতে একটি ভিডিও টিকটকে ছড়িয়ে পড়েছে।
এই প্রতিবেদন প্রকাশ অবধিভিডিওটি প্রায় ৯ লাখ বার দেখা হয়েছে। এছাড়া পোস্টটিতে ১১ হাজারের ওপরে প্রতিক্রিয়া দেখানো হয়েছে, ৩৭৬ টি মন্তব্য করা হয়েছে এবং পোস্টটি ৬৭২ বার শেয়ার করা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি মুগ্ধর লাশ উত্তোলনের নয় এবং তার লাশ উত্তোলনেরও কোনো ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে, ভিডিওটি সিলেটের জৈন্তাপুর উপজেলায় চার মাস আগে সড়ক দুর্ঘটনায় নিহত গ্যাসফিল্ডের কর্মকর্তা ময়নুল হোসেন ওরফে আয়ানীর লাশ উত্তোলন দৃশ্যের।
অনুসন্ধানে ‘Md Emon Ahmed’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ২৮ অক্টোবর প্রচারিত একটি রিলস ভিডিও (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়। উক্ত রিলস ভিডিওর সাথে আলোচিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।
উক্ত পোস্টের ক্যাপশনে বলা হয়, জৈন্তাপুরে ৪ মাস পর কবর থেকে লাশ উত্তোলনের দৃশ্য এটি।
উক্ত তথ্যের সূত্র ধরে আরও অনুসন্ধানে ‘Adhunik TV আধুনিক টিভি’ নামক পেজে “জৈন্তাপুরে কবর থেকে আয়ানী’র লা-শ উত্তোলন করা হচ্ছে!” শীর্ষক শিরোনামে প্রচারিত একটি লাইভ ভিডিও (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়। উক্ত লাইভে বলা হয়, দৃশ্যটি সিলেটের জৈন্তাপুরে চারমাস পূর্বে সড়ক দুর্ঘটনায় নিহত গ্যাসফিল্ডের কর্মকর্তা ময়নুল হোসেন ওরফে আয়ানীর লাশ উত্তোলনের ঘটনার। গত ২৭ অক্টোবর আয়ানীর লাশ উত্তোলন করা হয়৷
পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে প্রথম আলোর ওয়েবসাইটে আলোচিত লাশ উত্তোলনের বিষয়ে গত ২৮ অক্টোবর “দুর্ঘটনা ভেবে লাশ দাফন, হত্যাকাণ্ড সন্দেহে ৪ মাস পর উত্তোলন” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।
উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৭ অক্টোবর সিলেটের জৈন্তাপুর উপজেলায় চার মাস আগে সড়ক দুর্ঘটনায় নিহত গ্যাসফিল্ডের কর্মকর্তা ময়নুল হোসেন ওরফে আয়ানীর (৫৫) লাশ কবর থেকে উত্তোলন করা হয়৷ এসময় দুপুরে সিলেটের জ্যেষ্ঠ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুল ইসলামের উপস্থিতি ছিলেন।
অর্থাৎ, প্রচারিত দৃশ্যটি মুগ্ধর লাশ উত্তোলনের নয়।
পাশাপাশি, প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা অন্য কোনো বিশ্বস্ত সূত্রে সাম্প্রতিক সময়ে মীর মাহফুজুর রহমান মুগ্ধর লাশ উত্তোলন করার তথ্যের কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিরলাশ উত্তোলনের দৃশ্যকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধর লাশ উত্তোলনের দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Md Emon Ahmed- Facebook Post
- Adhunik TV আধুনিক টিভি- Facebook Post
- Prothom Alo- দুর্ঘটনা ভেবে লাশ দাফন, হত্যাকাণ্ড সন্দেহে ৪ মাস পর উত্তোলন
- Rumor Scanner’s Own Analysis