ছাত্রলীগকে জড়িয়ে ঢাকা পোস্ট এর নামে নকল ফটোকার্ড প্রচার

সম্প্রতি, “নেট দুনিয়া কাপানো সেই ছাত্রলীগের নেতা মারা গেছে” শীর্ষক শিরোনামে বা তথ্যে অনলাইন ভিত্তিক গণমাধ্যম ঢাকা পোস্ট এর ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 

ছাত্রলীগকে জড়িয়ে

উক্ত ফটোকার্ড যুক্ত ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নেট দুনিয়া কাপানো সেই ছাত্রলীগের নেতা মারা গেছে” শীর্ষক শিরোনামে বা তথ্যে ঢাকা পোস্ট কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি বরং ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে লক্ষ্য করা যায়, ফটোকার্ডটি প্রচারের তারিখ ২৪ মে ২০২৪ এবং ঢাকা পোস্ট এর লোগো উল্লেখ রয়েছে।

Screenshot: Facebook Claim Post 

পরবর্তীতে লোগো এবং প্রচারের তারিখের সূত্র ধরে ঢাকা পোস্ট এর ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে এমন দাবি সম্পর্কিত কোনো সংবাদ বা ফটোকার্ড পাওয়া যায়নি। 

তবে গতকাল (২৪ মে) ঢাকা পোস্ট এর ফেসবুক পেজে উক্ত ছবিযুক্ত “নেট দুনিয়া কাঁপানো কুকুরটি মারা গেছে” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড (আর্কাইভ) পাওয়া যায়। 

Screenshot: Dhaka Post Facebook Page 

উক্ত পোস্টের মন্তব্যের ঘরে থাকা প্রতিবেদন থেকে জানা যায়, গতকাল (২৪ মে) নেট দুনিয়া কাঁপানো বিখ্যাত কুকুর ‘কাবুসু’ মারা যায়। সেই প্রেক্ষিতে করা সংবাদ এটি। 

Photocard Comparison By Rumor Scanner 

অর্থাৎ, উক্ত ফটোকার্ডটির শিরোনাম এডিট করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে তা সহজেই অনুমেয়। 

এছাড়া, ফেসবুক মনিটরিং টুল ব্যবহার করে ‘শারমিন আক্তার নিশি’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে সম্ভাব্য প্রথম পোস্টটি (আর্কাইভ) খুঁজে পায় রিউমর স্ক্যানার। 

Screenshot: Facebook 

উক্ত পোস্টের ক্যাপশনে এটি ‘গুজব’ বলে উল্লেখ রয়েছে। 

মূলত, গতকাল (২৪ মে) নেট দুনিয়া কাঁপানো বিখ্যাত কুকুর ‘কাবুসু’ মারা যায়। সেই প্রেক্ষিতে “নেট দুনিয়া কাঁপানো কুকুরটি মারা গেছে” শীর্ষক শিরোনামে একটি ফটোকার্ড প্রকাশ করে অনলাইন ভিত্তিক গণমাধ্যম ঢাকা পোস্ট। পরবর্তীতে সেই ফটোকার্ডটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে “নেট দুনিয়া কাপানো সেই ছাত্রলীগের নেতা মারা গেছে” শীর্ষক তথ্যে বা শিরোনামে প্রচার করা হয়। 

সুতরাং, নেট দুনিয়া কাপানো সেই ছাত্রলীগের নেতা মারা গেছে শীর্ষক দাবিতে প্রচারিত ফটোকার্ডটি এডিটেড বা সম্পাদিত।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img