নবীজির নয়, এটি তাঁর কন্যা হযরত ফাতিমার ব্যবহৃত পোশাক

ইসলামের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যবহৃত জামা’র ছবি দাবিতে একটি ছবি ইন্টারনেটে প্রচার হয়ে আসছে।

নবীজির নয়

উক্ত জামার ছবি ব্যবহার করে ফেসবুকের কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

একই জামার ছবি ব্যবহার করে ইউটিউবে প্রচারিত কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

একই জামার ছবি ব্যবহার করে টিকটকের কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত পোশাকটি মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর নয় বরং এটি তাঁর কন্যা হযরত ফাতিমা (রাঃ) এর ব্যবহৃত পোশাক।

অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ২০১৪ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Screenshot: “basin.ktb.gov.tr” website

এই প্রতিবেদনে প্রকাশিত একটি ছবির সাথে আলোচিত ছবিটির হুবহু মিল পাওয়া যায়।

Image Comparison by Rumor Scanner

সেখানে উল্লেখিত বিস্তারিত তথ্য থেকে জানা যায়, এটি মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর কন্যা হযরত ফাতিমা (রাঃ) এর ব্যবহৃত পোশাক।

পরবর্তীতে তুরস্কের Topkapi Palace Museum এ ভ্রমণ নিয়ে Hannan Miah নামের একটি ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ২১ জুন প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

Screenshot: Hannan Miah YouTube 

ভিডিওটিতে উক্ত পোশাকটি’র পাশে “the mantle of hazrat fatima” শীর্ষক বাক্যটি প্রদর্শিত হতে দেখা যায়। এতে বোঝা যায়, এটি হযরত ফাতিমা (রাঃ) এর ব্যবহৃত পোশাক।

মূলত, তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ২০১৪ সালে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর কন্যা হযরত ফাতিমা (রাঃ) এর ব্যবহৃত পোশাক সহ আরও কিছু ছবি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। পরবর্তীতে সেখান থেকে হযরত ফাতিমা (রাঃ) এর ব্যবহৃত পোশাকের ছবিটি সংগ্রহ করে সেটিকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যবহৃত জামা’র ছবি দাবিতে ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে প্রচার হয়ে আসছে।

উল্লেখ্য, পূর্বেও মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামের ছবি শীর্ষক একটি দাবি প্রচারিত হলে তা মিথ্যা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, হযরত ফাতিমা (রাঃ) এর ব্যবহৃত একটি পোশাকের ছবিকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যবহৃত পোশাক দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img