সম্প্রতি, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ কর্তৃক প্রণীত ২০২৪ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে দাবিতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এর চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার এর সাক্ষরিত একটি বিজ্ঞপ্তির ছবি ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষা ২০২৪ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে শীর্ষক দাবিতে প্রচারিত বিজ্ঞপ্তিটি আসল নয় বরং ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার পাঠ্যসূচী সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সম্পাদনা করে উক্ত দাবির বিজ্ঞপ্তির ছবিটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত বিজ্ঞপ্তিটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এর নামসহ বিজ্ঞপ্তিটির প্রকাশের তারিখ ১৪ ডিসেম্বর ২০২৩ উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে উক্ত বিজ্ঞপ্তিতে উল্লিখিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এবং তারিখের সূত্র ধরে অনুসন্ধান করা হয়। তবে অনুসন্ধানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এর ওয়েবসাইটের ‘এইএসসি কর্নার’ এ গিয়ে ১৪ ডিসেম্বর ২০২৩ এ প্রকাশিত কোনো বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়নি।

তবে অনুসন্ধানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এর ওয়েবসাইটে গত ৯ জুলাই “২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পাঠ্যসূচি প্রসঙ্গে” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়।
বিজ্ঞপ্তিটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত বিজ্ঞপ্তিটির তুলনা করে দেখা যায়, দুইটি বিজ্ঞপ্তিরই স্মারক নং এবং সূত্র একই।

অর্থাৎ, আলোচিত দাবিতে প্রচারিত বিজ্ঞপ্তিটি ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পাঠ্যসূচির বিজ্ঞপ্তিটি সম্পাদনা করে তৈরি করা হয়েছে।
পরবর্তীতে, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এর চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকারের সাথে আলোচিত দাবিটির বিষয়ে জানতে যোগাযোগ করা হলে তিনি এটিকে ভুয়া বিজ্ঞপ্তি হিসেবে চিহ্নিত করেছেন এবং এমন মিথ্যা তথ্য প্রচারণাকারী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে রিউমর স্ক্যানারকে জানান।
এছাড়া, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এর ওয়েবসাইটে আজ দুপুরে (১৮ ডিসেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে জানা যায় ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ কর্তৃক প্রণীত ২০২৫ সালের পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
মূলত, সম্প্রতি ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত ২০২৪ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে শীর্ষক একটি দাবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। কিন্তু রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধনে জানা যায়, উক্ত দাবিটি সঠিক নয়। উক্ত দাবিতে প্রচারিত বিজ্ঞপ্তিটি আসল নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পাঠ্যসূচি সংক্রান্ত বিজ্ঞপ্তির তারিখ এবং প্রাসঙ্গিক তথ্য বদলে দিয়ে এটিকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। তাছাড়া, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষা ২০২৫ সালের পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে।
সতরাং, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষা ২০২৪ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে দাবিতে একটি বিজ্ঞপ্তি ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা বিকৃত বা এডিটেড।
তথ্যসূত্র
- Board of Intermediate and Secondary Education, Dhaka – HSC Corner
- Board of Intermediate and Secondary Education, Dhaka – Press Release
- Statement from Professor Tapan Kumar Sarkar
- Board of Intermediate and Secondary Education, Dhaka – Press Release