ইংরেজিতে গান গেয়ে ভাইরাল দুই নারী বাংলাদেশের নয়, পাকিস্তানের 

সম্প্রতি, দু’জন নারীর কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবারের ‘বেবি’ গানটি গাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

দাবি করা হচ্ছে, ইংরেজি গান গাওয়া এই দুই নারী বাংলাদেশের।

ইংরেজিতে গান

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবারের ‘বেবি’ গানটি গেয়ে ভাইরাল দুই নারী বাংলাদেশের নয়, বরং পাকিস্তানের নাগরিক। 

অনুসন্ধানে শুরুতে রিভার্স ইমেজ সার্চ করে ভারতীয় গণমাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেসের ওয়েবসাইটে ২০১৭ সালের ০৮ জুন “Have you heard of the awesome ‘Justin Bibis’ from Pakistan?” শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

উক্ত প্রতিবেদনে সংযুক্ত থাকা দুই নারীর ছবির সাথে আলোচিত দাবির সাথে প্রচারিত দুই নারীর হুবহু মিল রয়েছে। 

Image Comparison By Rumor Scanner 

প্রতিবেদন থেকে জানা যায়, জাস্টিন বিবারের গাওয়া ‘বেবি’ গানটি গেয়ে ভাইরাল হওয়া দুই নারী পাকিস্তানের নাগরিক। 

একই বছরের ০৯ জুন আরেকটি ভারতীয় গণমাধ্যম জি নিউজের ওয়েবসাইটে “These ‘Pakistani aunties’ can give Justin Bieber a tough run for money with their ‘Baby’ rendition! – WATCH viral video” শিরোনামে প্রকাশিত আরেকটি প্রতিবেদন পাওয়া যায়। 

উক্ত প্রতিবেদনেও ভাইরাল নারীদের পাকিস্তানের নাগরিক বলে উল্লেখ করা হয়। 

তবে, প্রতিবেদনগুলোতে ভাইরাল দুই নারীর বিস্তারিত পরিচয় উল্লেখ করা হয়নি। এছাড়া, ভিডিওটি কোথা থেকে ধারণ করা হয়েছে সেবিষয়েরও বিস্তারিত তথ্য জানা যায়নি। 

মূলত, সম্প্রতি দুই নারীর গাওয়া কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবারের ‘বেবি’ গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, গান গাওয়া দুই নারী বাংলাদেশের। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দাবিটি মিথ্যা। প্রকৃতপক্ষে, ‘বেবি’ গান গেয়ে ভাইরাল নারী দুইজন পাকিস্তানের নাগরিক। 

সুতরাং, কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবারের ‘বেবি’ গানটি গেয়ে ভাইরাল হওয়া পাকিস্তানের দুই নারীকে বাংলাদেশের নারী দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img