ময়মনসিংহে আওয়ামী লীগের প্রতিবাদ মিছিলটি শেখ হাসিনার ক্ষমতাচ্যুতের পূর্বের, পরের নয়

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের গণআন্দোলনের মুখে গত ০৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই প্রেক্ষিতে বিক্ষোবকারীরা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করায় ময়মনসিংহের আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়েছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

শেখ হাসিনার

উক্ত দাবিতে কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরবর্তী সময়ের নয় বরং এটি তার পতদ্যাগের ১ দিন আগের অর্থাৎ ৪ আগস্টের ভিডিও। 

এ বিষয়ে অনুসন্ধানে বেসরকারি ইলেক্ট্রনিক গণমাধ্যম এনটিভির ইউটিউব চ্যানেলে গত ৪ আগস্ট “ময়মনসিংহে আ’লীগের শান্তি সমাবেশ” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনের দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর সাদৃশ্য পাওয়া যায়।

Video Comparison: Rumor Scanner

প্রতিবেদন থেকে জানা যায়, ময়মনসিংহে ‘জামাত-শিবির বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস এবং পরিকল্পিত হত্যাকাণ্ডের প্রতিবাদে’ ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে গত ৪ আগস্ট নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইলেকট্রনিক গণমাধ্যম বিজয় টিভির ফেসবুক পেজেও গত ৪ আগস্টে প্রচারিত একই ভিডিও পাওয়া যায়।

এছাড়া, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার প্রতিবাদে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এখন পর্যন্ত কোনো প্রতিবাদ কর্মসূচির আয়োজনের তথ্য স্থানীয় ও জাতীয় মূলধারার গণমাধ্যমে পাওয়া যায়নি।

সুতরাং, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করায় ময়মনসিংহের আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়েছে দাবিতে শেখ হাসিনার পদত্যাগের পূর্বের কর্মসূচির ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img