ইংল্যান্ডের ব্যাংক নোটে জগদীশ চন্দ্র বসুর ছবি নেই 

উপমহাদেশের বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর ছবি যুক্ত ইংল্যান্ডের ৫০ পাউন্ডের ব্যাংক নোটের ছবি কয়েকবছর যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার হয়ে আসছে।

দাবি করা হচ্ছে, ইংল্যান্ডের ৫০ পাউন্ডের নোটে বাঙালী বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর ছবি যুক্ত করা হয়েছে।

জগদীশ চন্দ্র বসুর

২০২৩ সালের ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

২০১৯ সালের ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইংল্যান্ডের ব্যাংক নোটে বাঙালী বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর ছবি যুক্ত করা হয়নি বরং জগদীশ চন্দ্র বসুর ছবি যুক্ত করার জন্য মনোনয়ন জমা দেওয়া হয়। পরবর্তীতে ইংল্যান্ড কর্তৃপক্ষ যাচাই বাছাই শেষে বৃটেনের গণিতজ্ঞ অ্যালেন টুরিং-এর ছবি ব্যাংক নোটে রাখার সিদ্ধান্ত নেয়। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ইংল্যান্ডের ৫০ পাউন্ডের একটি নোটে জগদীশ চন্দ্র বসুর ছবি যুক্ত করে আলোচিত ব্যাংক নোটের ছবিটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে ভারতীয় গণমাধ্যম Indian Times এ ২০১৮ সালের ২৮ নভেম্বর “New UK 50 Pound Note May Feature India’s Sir JC Bose, Who Did Pioneering Work For Wi-Fi” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। 

প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৮ সালে ব্যাংক অব ইংল্যান্ড কর্তৃপক্ষ ব্রিটেনের ইতিহাসে উল্লেখ্যযোগ্য অবদান রাখা বিজ্ঞানী ও আবিষ্কারকদের মধ্যে একজনের ছবি ২০২০ সালে ছাপানোর জন্য ৫০ পাউন্ডের বিশেষ নোট রাখার সিদ্ধান্ত নেয়। তৎকালীন এই প্রক্রিয়ার অংশ হিসাবে কয়েকশো বিজ্ঞানীর পাশাপাশি বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর নামেও মনোনয়ন পত্র জমা পড়েছিল ব্যাংক অব ইংল্যান্ড কর্তৃপক্ষের কাছে। 

পরবর্তীতে, একই গণমাধ্যমে ২০১৯ সালের ১৫ জুলাই “New UK 50 Pound Won’t Feature Sir Jagadish Chandra Bose, Choosing Alan Turing Instead” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। 

এই প্রতিবেদন থেকে জানা যায়, স্যার জগদীশ জগদীশচন্দ্র বসুর নাম মনোনীত হলেও ব্যাংক অব ইংল্যান্ডের ৫০ পাউন্ডের নোটে শেষ পর্যন্ত গণিতজ্ঞ অ্যালেন টুরিং-এর ছবি রাখার সিদ্ধান্ত হয়।

এছাড়া, এ বিষয়ে The Biasness Standard এর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ থেকেও একই তথ্য জানা যায়। 

মূলত, ২০১৮ সালে ব্যাংক অব ইংল্যান্ড কর্তৃপক্ষ ব্রিটেনের ইতিহাসে উল্লেখ্যযোগ্য অবদান রাখা বিজ্ঞানী ও আবিষ্কারকদের মধ্যে একজনের ছবি ২০২০ সালে ছাপানোর জন্য ৫০ পাউন্ডের বিশেষ নোট রাখার সিদ্ধান্ত নেয়। সেখানে উপমহাদেশের বাঙালী বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর ছবি রাখার জন্য মনোনয়ন জমা দেওয়া হয়। পরবর্তীতে ব্যাংক অব ইংল্যান্ডে কতৃপক্ষ যাচাই-বাছাই শেষে ৫০ পাউন্ডের বিশেষ নোটে গণিতজ্ঞ অ্যালেন টুরিং-এর ছবি রাখার সিদ্ধান্ত নেয়। কিন্তু, গত কয়েক বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্যার জগদীশ চন্দ্র বসুর ছবি যুক্ত ইংল্যান্ডের ৫০ পাউন্ডের একটি নোটের ছবি দিয়ে দাবি করা হচ্ছে ইংল্যান্ডের ব্যাংক নোটে বাঙালি বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর ছবি। 

সুতরাং, ইংল্যান্ডের ৫০ পাউন্ডের ব্যাংক নোটে বাঙালী বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর ছবি যুক্ত করা হয়েছে দাবিটি প্রচারিত তথ্যটি মিথ্যা।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img