সম্প্রতি, “পবিত্র মাহে রমজানে ও ওরা থেমে নেই” ও “নারী পুরুষ সমান অধিকার রমজানে প্রকাশ্যে সিগারেট খাচ্ছে” শীর্ষক ক্যাপশনসহ সমজাতীয় আরও কিছু ক্যাপশনে এক দোকানে এক নারীর চা-সিগারেট একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ভিডিওর শুরুতে দেখা যায়, এক নারী দোকানে চা-সিগারেট হাতে নিয়ে বসে আছেন। এরপর একজন এসে জিজ্ঞাসা করেন, “আপনি পর্দার আড়ালে বসে সিগারেট খাচ্ছেন কেন?” তখন মহিলাটি বলেন, “এতে সমস্যা কি?” পরবর্তীতে তাদের মধ্যে রমজান মাসে চায়ের দোকানে বসে সিগারেট খাওয়া নিয়ে তর্কবিতর্ক হয়।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রমজান মাসে দোকানে এক নারীর চা-সিগারেট পান সংক্রান্ত ভাইরাল ভিডিওটি বাস্তব কোনো ঘটনার নয় বরং বিনোদনের উদ্দেশ্যে তৈরি উক্ত ভিডিওটি বাস্তব দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত পোস্টগুলোর মন্তব্যঘর পর্যবেক্ষণ করে দেখা যায়, অনেক নেটিজেন বিষয়টিকে বাস্তব ঘটনার ভিডিও ভেবে নিজেদের মন্তব্য ব্যক্ত করেছেন।
এ পর্যায়ে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। ভিডিওটির উপরের ডান কোণে TCN-Today Current News শীর্ষক একটি লোগো লক্ষ্য করা যায়।

পরবর্তীতে এই লোগোর সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে Today C News নামক একটি ফেসবুক পেজে গত ২০ মার্চে “পবিত্র মাহে রমজানে ও ওরা থেমে নেই” শীর্ষক শিরোনামে প্রকাশিত মূল ভিডিওটি (আর্কাইভ) খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম।
এছাড়া, একই ফেসবুক পেজে গত ২৩ মার্চে “যেই কারণে রমজানে প্রকাশ্যে সিগারেট খান এই নারী” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়। এই ভিডিওতে দোকানে চা-সিগারেট পানের ভাইরাল ভিডিও নিয়ে একই নারী একটি বার্তা দেন। দোকানে চা-সিগারেট পানের ভাইরাল ভিডিওটি একটা অভিনয়ের অংশ ছিল জানিয়ে তিনি বলেন, একটা মেয়ে চায়ের দোকানে বসে চা-সিগারেট খাচ্ছে। এটাকে সবাই বাস্তব ভেবে নিয়েছেন। এটা আসলে বাস্তব না। এটা একটা ভ্লগ ছিল। এ ধরণের ঘটনা আসলে আমাদের সমাজে এভেইলেবল ঘটছে। তো ওইটা নিয়েই আমরা একটা ভ্লগ বানিয়েছি। এখানে দেখা যাচ্ছে যে এটাকে সবাই বাস্তব ভেবে আমার ফ্যামিলিকে বা আমাকে বিভ্রান্ত করছে। আসলে এটা রিয়েল ছিল না। সম্পূর্ণটাই অভিনয় ছিল। আমি কিছুদিন ধরেই অভিনয় করছি। ছোটখাটো পেজের নাটক করি, ইউটিউব চ্যানেলের কিছু কাজ করি, সব তো আর ভাইরাল হয় না, এ বিষয়টা ভাইরাল হয়েছে দেখে অনেকেই অনেক মন্তব্য করছে। অভিনয়কে রিয়েলিটির ভাব না দিলে এটা ভাইরাল হবে না, আর এটা চলবেও না। অভিনয়টাকে আমরা রিয়েলিটির ভাব দেওয়ার জন্যই এই কাজটা মূলত করেছি।
উল্লেখ্য, ফেসবুক পেজটির অ্যাবাউট সেকশন পর্যবেক্ষণ করে জানা যায়, এটি একটি ভিডিও ক্রিয়েটর পেজ। তবে এই পেজের বিস্তারিত বিবরণীতে বা ভাইরাল ভিডিওর কোথায়ও কমেডি বা পেরোডি ভিডিও পোস্টের বিষয়ে কোনো ডিসক্লেইমার উল্লেখ নেই। যার দরুন ভিডিওটি দেখে নেটিজেনরা সহজেই বিভ্রান্ত হয়েছেন।
মূলত, Today C News নামের একটি ফেসবুক পেজ থেকে “পবিত্র মাহে রমজানে ও ওরা থেমে নেই” শীর্ষক শিরোনামে রমজান মাসে দোকানে এক নারীর চা-সিগারেট পানের অভিনয়ের একটি ভিডিও প্রচারিত হয়। তবে ভিডিওটিতে নাটক বা অভিনয় সংক্রান্ত কোনো ডিসক্লেইমার না থাকায় নেটিজেনরা এতে বিভ্রান্ত হন এবং পরবর্তীতে তা বাস্তব ঘটনার ভিডিও দাবিতে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, পূর্বেও বিভিন্ন সময়ে বেশ কয়েকটি স্ক্রিপ্টেড ভিডিও বাস্তব দাবিতে ইন্টারনেটে প্রচারিত হলে সেগুলো শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছিল রিউমর স্ক্যানার।
সুতরাং, রমজান মাসে দোকানে এক নারীর চা- সিগারেট পান সংক্রান্ত একটি স্ক্রিপ্টেড ভিডিও বাস্তব ঘটনা দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Today C News – Facebook Post
- Today C News – Facebook Post