শুক্রবার, অক্টোবর 4, 2024
spot_img

জাতীয় টেলিভিশন বিতর্কের ভিডিওটি তারেক রহমানের নয়

সম্প্রতি, ১৯৯৪ সালে টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় এক বিতার্কিকের বক্তব্য প্রদানের ভিডিওকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিতর্কে অংশগ্রহণের ভিডিও দাবিতে শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটক সহ ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ) এবং এখানে(আর্কাইভ)।

টিকটকে প্রচারিত এমনকিছু ভিডিও দেখুন এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ) এবং এখানে(আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, আলোচ্য ভিডিওটি বিএনপি নেতা তারেক রহমানের নয় বরং ১৯৯৪ সালে আয়োজিত টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়া সৈয়দ নাজমুল কবির নামক এক বিতার্কিকের।

প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে Recent News নামের ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ২রা আগস্টে ‘ভাইরাল রেবেকা শাফীর সম্পূর্ণ বিতর্ক|জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় ১৯৯৩-১৯৯৪| Rebeka Shafi Debate’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটিতে দেখা যায়, এটি ১৯৯৩ ও ১৯৯৪ সালের জাতীয় টেলিভিশন স্কুল বিতর্কের পুরষ্কার অনুষ্ঠানে ধারণকৃত।

Youtube Screenshot

উক্ত অনুষ্ঠানের পূর্ণ ভিডিও পর্যবেক্ষণ করে ২১.৫৮ মিনিট থেকে ২৪.৫০ মিনিট দৈর্ঘ্যের স্থলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওর সাথে হুবহু মিল খুঁজে পাওয়া যায়।

Youtube Screenshot

উক্ত বিতর্ক অনুষ্ঠানের ২১.৫৮ মিনিটে সভাপতি কর্তৃক প্রতিযোগীর নাম ঘোষণা থেকে নিশ্চিত হওয়া যায় যে, ভিডিওর প্রতিযোগীর নাম সৈয়দ নাজমুল কবির। ১৯৯৪ সালে টেলিভিশন বিতর্কে অংশ নেওয়ার সময় তিনি চট্টগ্রামের বিএএফ শাহীন স্কুলের শিক্ষার্থী ছিলেন।

বিভ্রান্তির নমুনা: 

আলোচ্য ভিডিওকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিতর্ক করার ভিডিও মনে করে আলোচিত পোস্টের মন্তব্য ঘরেও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের বিভ্রান্তিমূলক মন্তব্য লক্ষ্য করা গেছে। নিম্নোক্ত ছবিতে বিভ্রান্তির নমুনা দেখুন:

Rumor Scanner Collage

মূলত, ১৯৯৪ সালের জাতীয় টেলিভিশন স্কুল বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় চট্টগ্রামের বিএএফ শাহীন স্কুলের সৈয়দ নাজমুল কবির নামক এক বিতার্কিক। ওই প্রতিযোগিতায় সৈয়দ নাজমুল কবিরের বিতর্কের সময়ে ধারণকৃত একটি ভিডিওকে সাম্প্রতিক সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৯৯৪ সালের বিতর্কের ভিডিও দাবিতে শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে এবং ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।

প্রসঙ্গত, পূর্বেও তারেক রহমানকে নিয়ে সংবাদমাধ্যমে ভুল তথ্য প্রচারিত হলে সেটিকে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, ১৯৯৪ সালে জনৈক ব্যক্তির জাতীয় টেলিভিশন বিতর্কে অংশগ্রহণের ভিডিওকে তারেক রহমানের বিতর্কের ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img