গত বছরের (২০২৩) ০৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে ‘অপারেশন আল- আকসা ফ্লাড’ নামে হামলা শুরু করে। এই হামলা কেন্দ্র করে ইসরায়েল-হামাস সংঘাত শুরু হয়, যা এখনো চলছে। এরই মধ্যে সম্প্রতি ফিলিস্তিনে নামাজের সময় বোমা বিস্ফোরণ ঘটেছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন প্রকাশ অবধি এ সংক্রান্ত সর্বাধিক ভাইরাল ভিডিওটি দেখা হয়েছে ২০ লক্ষ বারেরও বেশি। ভিডিওটিতে ৬৭ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া দেখানো হয়েছে এবং প্রায় ৮২০০ এর বেশি পৃথক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে।

একই ভিডিও একই দাবিতে টিকটকে দেখুন এখানে (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভাইরাল এই ভিডিওটি ফিলিস্তিনের নয় বরং আফগানিস্তানে ২০২১ সালে ঈদের নামাজের রকেট হামলার ঘটনার ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আন্তর্জাতিক বার্তা সংস্থা Reuters এর ইউটিউব চ্যানেলে ২০২১ সালের ২০ জুলাইয়ে “Rockets land in Kabul during Eid prayers” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের একটি অংশের মিল খুঁজে পাওয়া যায়।

ভিডিও থেকে জানা যায়, ২০২১ সালে আফগানিস্তানে ঈদুল আজহার নামাজের সময় রকেট হামলা হয়। তবে কে বা কারা এই হামলায় জড়িত তা জানা যায়নি।
ব্রিটিশ ভিত্তিক সংবাদ মাধ্যম BBC এর ইউটিউব চ্যানেলে ২০২১ সালের ২০ জুলাইয়ে প্রকাশিত এক ভিডিও থেকেও একই তথ্য জানা যায়।
মূলত, ২০২১ সালের জুলাই মাসে আফগানিস্তানে ঈদুল আজহার নামাজের সময় রকেট হামলা হয়। তখন এই তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়। তবে সম্প্রতি সেই রকেট হামলার ভিডিও ফিলিস্তিনে নামাজের সময় বোমা হামলা হয়েছে দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
সুতরাং, ২০২১ সালে আফগানিস্তানে ঈদের নামাজের সময় রকেট হামলার ভিডিওকে ফিলিস্তিনে নামাজের সময় বোমা হামলার দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Reuters – Rockets land in Kabul during Eid prayers
- BBC – Youtube Video
- Rumor Scanner’s own investigation