সম্প্রতি, “হ্যা এটাই আমাদের প্রিয় মসজিদে আকসা” শীর্ষক শিরোনামে বিধ্বস্ত মসজিদের একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি আল আকসা মসজিদের নয়, এমনকি ভিডিওটি সাম্প্রতিক সময়েরও নয় বরং ২০২৩ সালের অক্টোবর মাসে ইসরায়েলের হামলায় বিধ্বস্ত গাজার খান ইউনুস শহরের একটি মসজিদের ধ্বংসাবশেষের ভিডিও এটি।
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে, ২০২৩ সালের ৮ অক্টোবর Times of Gaza নামের X অ্যাকাউন্টের একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।
Comparison Image By Rumor Scanner
উক্ত পোস্টে যুক্ত মসজিদের ধ্বংসস্তূপে ছবিগুলোর সাথে আলোচিত ভিডিওর ধ্বংসস্তূপ এবং পরিপার্শ্বের সাদৃশ্য খুঁজে পাওয়া যায়।
উক্ত পোস্ট থেকে জানা যায় যে, ইসরায়েলি হামলায় গাজার খান ইউনুস শহরের একটি মসজিদের ধ্বংসস্তূপের ছবি এটি।
পাশাপাশি, BBC এর ওয়েবসাইটে ২০২৩ সালের ৮ অক্টোবর “Footage shows scale of destruction after Israeli air strikes on Gaza” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
Source: BBC
উক্ত প্রতিবেদনের সাথে সংযুক্ত ভিডিও ক্লিপের মসজিদের ধ্বংসস্তূপের সাথে আলোচিত ভিডিওর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদন থেকে ভিডিওটি ইসরায়েলি হামলায় গাজার খান ইউনুস শহরের একটি ধ্বংসপ্রাপ্ত মসজিদের বলে নিশ্চিত হওয়া যায়।
এছাড়াও, গত ১৬ জুন News9 Live এর ইউটিউব চ্যানেলে “Thousands Attend Eid al-Adha Prayers at Al-Aqsa Mosque | EID 2024 | Latest News | News9” শীর্ষক শিরোনামের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
Source: NEWS9 Live
উক্ত ভিডিওতে, আল আকসা মসজিদ প্রাঙ্গণে মুসল্লিদের ঈদুল আজহার নামাজ আদায় করতে দেখা যায়। এসময় আল আকসা মসজিদ কম্পাউন্ড স্বাভাবিক অবস্থাতেই দেখতে পাওয়া যায়।
মূলত, ২০২৩ সালের অক্টোবর মাসে ইসরায়েলি হামলায় গাজার খান ইউনুস শহরের একটি মসজিদ ধ্বংসপ্রাপ্ত হয়। সেই ধ্বংসপ্রাপ্ত মসজিদের একটি ভিডিওকেই সম্প্রতি আল আকসা মসজিদের ধ্বংসস্তূপের দৃশ্য দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
সুতরাং, ভিন্ন মসজিদের ধ্বংসস্তূপের ভিডিওকে আল আকসা মসজিদের ধ্বংসস্তূপের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- X Account: Times Of Gaza
- BBC: “Footage shows scale of destruction after Israeli air strikes on Gaza”
- News9 Live: “Thousands Attend Eid al-Adha Prayers at Al-Aqsa Mosque | EID 2024 | Latest News | News9”