সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের গণআন্দোলনের মুখে গত ০৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই প্রেক্ষিতে, “ভোররাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মহড়া” শীর্ষক শীরনামে একটি ভিডিও সম্প্রতি গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
গণমাধ্যমে প্রচারিত ভিডিও দেখুন ডেইলি বাংলাদেশ (আর্কাইভ)।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন প্রকাশ অবধি আলোচিত দাবির সবচেয়ে ভাইরাল ভিডিওটি ৪ লক্ষ ২১ হাজার বার দেখা হয়েছে এবং ১৬ হাজার রিয়েকশন দেওয়া হয়েছে। এছাড়া, ১ হাজার ৭ শতবার শেয়ার করা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের মহড়ার ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং এটি গত জুলাই মাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা ফজলুল হক হল প্রাঙ্গণে শাখা ছাত্রলীগের মহড়া দেওয়ার ভিডিও।
অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এমন কোনো কর্মসূচির প্রমাণ মেলেনি।
পরবর্তীতে ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স সার্চের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি – রাবিসাস এর ফেসবুক পেজে গত ১৫ জুলাই তারিখে প্রকাশিত একটি ভিডিও (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়।
ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায় এটি গত জুলাই মাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলে শাখা ছাত্রলীগের মহড়া দেওয়ার ভিডিও।
ভিডিওটির বিষয়ে জানতে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাথে যোগাযোগ করা হলে তারা জানায়, ভিডিওটি সংগঠনের ক্রীড়া সম্পাদক ও দৈনিক নয়া শতাব্দীর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাজ্জাদ হোসেন সজিবের ধারণ করা।
এ বিষয়ে সাজ্জাদ হোসেন রিউমর স্ক্যানারকে বলেন, ভিডিওটি গত ১৫ জুলাই ভোর ৫ টার দিকে শের-ই-বাংলা ফজলুল হক হল প্রাঙ্গণে ধারণ করা হয়। মূলত, এর আগে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরদের ‘তুমি কি? আমি কে? রাজাকার, রাজাকার!’ শীর্ষক স্লোগান দেওয়ার প্রেক্ষিতে ছাত্রলীগের নেতাকর্মীরা এই মহড়া দেন।
এই বিষয়ে গত ১৫ জুলাই জাতীয় দৈনিক দেশ রূপান্তর এ প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ১৪ জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে কোটা রাতে বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী আন্দোলন করলে ভোর ৫টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা হলে হলে গিয়ে মহড়া দেয়।
সুতরাং, গত জুলাই মাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রলীগ কর্তৃক মহড়া দেওয়ার ভিডিওকে রাবি ছাত্রলীগের সাম্প্রতিক সময়ের কর্মসূচির ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি – Facebook Post
- Desh Rupantor – রাবিতে হলে হলে ছাত্রলীগের মহড়া