অভিভাবকের শিক্ষকদের শাসানোর ভাইরাল ভিডিওটি স্ক্রিপটেড

সম্প্রতি “দেখেন কি একটা পরিস্থিতি তৈরি করছে!! এদের মতো অভিভাবক কি করা উচিৎ???” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, একজন অভিভাবক তার সন্তানকে মারধরের অভিযোগ এনে শিক্ষকদের শাসাচ্ছেন। 

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, শিক্ষার্থীকে মারধরের অভিযোগে অভিভাবকের শিক্ষকদের শাসানোর ভাইরাল ভিডিওটি বাস্তব কোনো ঘটনার নয় বরং বিনোদনের উদ্দেশ্যে তৈরি উক্ত ভিডিওটি বাস্তব দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।

অনুসন্ধানের মাধ্যমে, ‘Bangali Tv’ নামক একটি ফেসবুক পেজে গত ০৯ নভেম্বর প্রকাশিত হুবহু একই ভিডিও (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।

Video Comparison By Rumor Scanner 

উক্ত পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, অভিভাবক চরিত্রে অভিনয় করা ব্যক্তি পেজটির প্রচারিত অন্য কিছু ভিডিওতে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। দেখুন- (, )

Image By Rumor Scanner 

পর্যবেক্ষণে আরও দেখা যায়, পেজটি থেকে নিয়মিতভাবে বিভিন্ন কাল্পনিক ও অভিনীত ভিডিও কনটেন্ট প্রচারিত হয়। আলোচ্য ভিডিওটিও এমনই একটি কনটেন্ট।

সুতরাং, শিক্ষার্থীকে মারধরের অভিযোগে অভিভাবকের শিক্ষককে শাসানোর একটি স্ক্রিপ্টেড ভিডিও বাস্তব ঘটনা দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img