আরবদের এই নাচের ভিডিওতে হরে কৃষ্ণ গান যুক্ত ছিল না

সম্প্রতি, জয় সনাতন ধর্মের জয় শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে যাতে দেখা যায়, কোনো একটি অনুষ্ঠানে আরব বিশ্বের ঐতিহ্যবাহী পোশাক পরিহিত অবস্থায় কিছু লোক ঢোল ও ডফ জাতীয় বাদ্য বাজিয়ে এবং নেচে “হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে” শীর্ষক গান গাইছেন।

আরবদের

উক্ত ভিডিও সম্বলিত ফেসবুকের কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, উক্ত ব্যক্তিরা “হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে” শীর্ষক কোনো গানে নাচ করেননি বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় মূল ভিডিওতে হরি কৃষ্ণ শীর্ষক অডিও যুক্ত করে উক্ত দাবি প্রচার করা হয়েছে।

এ বিষয়ের সত্যতা যাচাইয়ের জন্য আলোচিত ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে rakrel নামক একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ১০ ফেব্রুয়ারি প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল খুঁজে পাওয়া যায়। তবে এই ভিডিওটিতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে” শীর্ষক গান শোনা যায়নি। ভিডিওটিতে ঢোল এবং ডফের শব্দের সাথে আরবি গানই শোনা যায়।

Video Comparison: Rumor Scanner

এছাড়া অনুসন্ধানে RRR নামক ইউটিউব চ্যানেলে গত ২২ ফেব্রুয়ারি “Traditional Arabic Dance #with Music” শীর্ষক শিরোনামে প্রকাশিত একই ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, এটি আরব বিশ্বের একটি গানের নাচের ভিডিও।

মূলত, আরব বিশ্বের মানুষের ঢোল ও ডফ জাতীয় বাদ্য বাজিয়ে নাচার একটি ভিডিও গত ফেব্রুয়ারি মাস থেকেই ইন্টারনেটে বিদ্যমান। সম্প্রতি এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক ডিজিটাল প্রযুক্তির সহায়তায় পরিবর্তন করে “হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে” শীর্ষক গান যুক্ত করে আরব বিশ্বের মানুষ উক্ত গানে নাচ করছেন দাবিতে প্রচার করা হয়েছে।

সুতরাং, আরবদের ঢোল ও ডফ জাতীয় বাদ্য বাজিয়ে নাচার ভিডিওতে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় পরিবর্তন করে “হরে কৃষ্ণ হরে” শীর্ষক গান যুক্ত করে প্রচার করা হয়েছে; যা এডিটেড বা বিকৃত।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img