সম্প্রতি, ইসলামী স্কলার মিজানুর রহমান আজহারির গাড়িবহর শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

টিকটকে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, আলোচ্য ভিডিওটি মিজানুর রহমান আজহারির গাড়িবহরের নয় বরং ২০১৫ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের বার্লিন সফরকালের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হচ্ছে।
ভিডিওটির কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে, গাড়িবহরের একটি ছবি GIF ইমেজ শেয়ারিং প্ল্যাটফর্ম gfycat এর ওয়েবসাইটে খুঁজে পাওয়া যায়।
সেখানে দেখা যায়, আলোচ্য ছবিটি ২০১৫ সালের ২৫শে জুন রানি দ্বিতীয় এলিজাবেথের গাড়িবহরের।

পাশাপাশি, কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে, ২০১৫ সালের ২৪ জুন জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের “Queen’s visit to Berlin” শীর্ষক শিরোনামের একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনটিতে দেখা যায়, রানি দ্বিতীয় এলিজাবেথ সে সময় জার্মানি সফরে ছিলেন। এছাড়াও, প্রতিবেদনটিতে প্রচারিত গাড়িবহরের মোটর রাইডারের ছবির সাথে মিল খুঁজে পাওয়া যায়।

পরবর্তীতে, ইউটিউবে ২০১৫ সালের ২৭ জুন আপলোডকৃত “Queen Elizabeth II. zum Botschafterempfang, 25.06.2015” শীর্ষক শিরোনামের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটিতে ২০১৫ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের বার্লিন সফরের গাড়িবহরের সাথে আলোচ্য ভিডিওর গাড়ি বহরের মিল খুঁজে পাওয়া যায়।

মূলত, সম্প্রতি মিজানুর রহমান আজহারির গাড়িবহর দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে অনুসন্ধানে জানা যায়, দাবিটি সঠিক নয়। ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ ২০১৫ সালে জার্মানির বার্লিন সফরে থাকাকালীন সময়ে তাঁর গাড়ি বহরের একটি ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হচ্ছে।
প্রসঙ্গত, পূর্বেও মিজানুর রহমান আজহারির বিষয়ে গুজব ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, রানি দ্বিতীয় এলিজাবেথের গাড়িবহরের ভিডিওকে মিজানুর রহমান আজহারির গাড়িবহর দাবি করে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- gfycat: Queen Elizabeth II
- DW: Queen’s visit to Berlin
- Youtube: “Queen Elizabeth II. zum Botschafterempfang, 25.06.2015“
- Rumor Scanner’s own Analysis