এটি ঢাকার নিউমার্কেটে জলাবদ্ধতার সাম্প্রতিক দৃশ্য নয়

সম্প্রতি অতি বৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের ফলে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ ও খাগড়াছড়ি জেলার বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। এই বন্যাকবলিত এলাকাগুলোর করুণ চিত্র তুলে ধরে সামাজিক মাধ্যমে বিভিন্ন ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। এর মধ্যে, সাম্প্রতিক বন্যায় ঢাকার নিউ মার্কেটের ভেতরে জলাবদ্ধতা দাবিতে একেটি ভিডিও প্রচার করা হচ্ছে। 

ঢাকার নিউমার্কেটে

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি সাম্প্রতিক বন্যার নয় বরং, এটি গত জুলাইয়ে ঢাকার নিউ মার্কেটে বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার দৃশ্য।

অনুসন্ধানে শুরুতে আলোচিত ভিডিওটির কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ‘Md Nayamat Ullah’ নামের ফেসবুক অ্যাকাউন্টে গত ১৩ জুলাই প্রকাশিত একটি রিলস ভিডিও’র ফুটেজের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিও’র ফুটেজগুলোর মিল পাওয়া যায়।

Comparison: Rumor Scanner

উক্ত ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, বৃষ্টির পানিতে ঢাকার নিউ মার্কেটে জলাবদ্ধতার দৃশ্য এটি। 

পরবর্তীতে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে প্রথম আলো’র ওয়েবসাইটে গত ১২ জুলাই ‘বৃষ্টিতে জলাবদ্ধ ঢাকা মেডিকেল ও নিউমার্কেট এলাকা’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত ১২ জুলাই রাজধানীতে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় ৬ ঘণ্টায় ১৩০ মিলিমিটার বৃষ্টি হয়। সেই বৃষ্টিতে নিউমার্কেটসহ রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। নিউমার্কেটের ভেতরে জলাবদ্ধতায় বিপাকে পড়েন ব্যবসায়ীরা। 

সুতরাং, সাম্প্রতিক বন্যায় ঢাকার নিউ মার্কেটের ভেতর পানি দাবিতে পুরোনো ভিডিও প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img