ভিডিওটি দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজার নয়

সম্প্রতি,“আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের জানাজায় লক্ষ কোটি মানুষ! বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা সুবহানাল্লাহ” শীর্ষক দাবিতে একটি ভিডিও শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে প্রচার করা হচ্ছে।

টিকটকে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজার নয় বরং এটি গত ১৮ মে সিলেটে অনুষ্ঠিত হেফাজত নেতা মুহিব্বুল হক গাছবাড়ীর জানাজার ভিডিও।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটির ওপরের ডানকোনে সংযুক্ত একটি লোগো দেখতে পায় রিউমর স্ক্যানার টিম। লোগোটিতে লেখা আছে, ‘Times Of Sylhet’। 

পরবর্তীতে উক্ত নামের সূত্র ধরে কি ওয়ার্ড সার্চের মাধ্যমে একই নাম সম্বলিত একটি ফেসবুক পেজে গত ১৮ মে প্রকাশিত একটি ভিডিওর সাথে সাঈদীর জানাজার ভিডিও দাবিতে প্রচারিত ভিডিওর হুবহু মিল খুঁজে পাওয়া যায়।

Collage by Rumor Scanner

ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, এটি গত ১৮ মে সিলেটে অনুষ্ঠিত মুহিব্বুল হক গাছবাড়ী হুজুরের জানাজার ভিডিও। 

এছাড়া, একই তারিখে ‘Islamic Religion TV’ নামক ফেসবুক পেজে প্রকাশিত ভিডিও থেকেও একই তথ্য জানা যায়।

Screenshot from Facebook

পরবর্তীতে, প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে মূলধারার সংবাদমাধ্যম কালেরকণ্ঠ এর ওয়েবসাইটে গত ১৮ মে ‘সিলেটের প্রবীণ আলেম মাওলানা মুহিব্বুল হকের ইন্তেকাল’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৭ মে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিলেটের জামেয়া কাসিমুল উলুম দরগাহ মাদরাসার পরিচালক মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সেদিন(১৮ মে) দুপুর ২টায় সিলেট শাহি ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজার নয়।

মূলত, মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ড প্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজার দৃশ্য দাবিতে এই ভিডিওটি শর্ট ভিডিও প্লাটফর্ম টিকটকে প্রচার করা হচ্ছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, উক্ত দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে ভিডিওটি গত ১৮ মে সিলেটে শাহি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হেফাজত ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর ও জামেয়া কাসিমুল উলুম দরগাহ মাদরাসার পরিচালক মুহিব্বুল হক গাছবাড়ীর জানাজার। 

প্রসঙ্গত, জামায়াতে ইসলামীর হয়ে ১৯৯৬ ও ২০০১ সালে পর পর দুইবার বাংলাদেশের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন দেলাওয়ার হোসাইন সাঈদী। ২০১০ সালের ২৯শে জুন ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগের একটি মামলায় তিনি গ্রেফতার হন। পরে ২ আগস্ট এদেশের স্বাধীনতা যুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর থেকেই কারাগারে ছিলেন জামায়াতের এই নেতা। আন্তর্জাতিক অপরাধ আদালতে তাঁর বিরুদ্ধে আনা মোট বিশটি অভিযোগের মধ্যে আটটিতে তিনি আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হওয়ার পর দুটো অপরাধে সর্বোচ্চ শাস্তি হিসেবে আদালত ২০১৩ সালে তাকে মৃত্যুদণ্ডের সাজা দেয়। তবে ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে ২০১৪ সালে আপীল বিভাগ সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দেয়। দণ্ডাদেশ পুনর্বিবেচনা চেয়ে রাষ্ট্রপক্ষ ও সাঈদীর পৃথক রিভিউ আবেদন খারিজ করে ২০১৭ সালের ১৫ মে আমৃত্যু কারাদণ্ড বহাল রাখা হয়। এরপর থেকে কারাগারে থেকেই সাজা ভোগ করছিলেন তিনি। গত ১৪ আগস্ট রাতে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

উল্লেখ্য, পূর্বে দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুর খবরে ইন্টারনেটে প্রথম আলো’র আদলে ভুয়া ফটোকার্ড প্রচার করা হলে তা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

সুতরাং, দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজার ভিডিও দাবিতে মুহিব্বুল হক গাছবাড়ীর জানাজার ভিডিও ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img