‘আওয়ামী লীগের ভোট চোরির কি যোগ্যতা জীবনে প্রথম দেখলাম’ শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
ভিডিওটির বাম পাশে ঢাকা-১৭ আসনে ভোট সুষ্ঠু না হলে ডিএমপি কমিশনারের নাকে খত দিয়ে পদত্যাগের ঘোষণার একটি তথ্য দেখা যাচ্ছে এবং অপরপাশে একজন ব্যক্তিকে দ্রুত কাগজে সিল মারতে দেখা যাচ্ছে।
ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট সুষ্ঠু না হলে ডিএমপি কমিশনারের নাকে খত দিয়ে পদত্যাগের ঘোষণার বিষয়টি সত্য হলেও উক্ত দাবির সাথে প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নির্বাচনে ভোটের অনিয়মের ঘটনার নয়। প্রকৃতপক্ষে, এক ব্যক্তি কর্তৃক অফিশিয়াল নথিপত্রে দ্রুত সিল মারার পুরোনো ভাইরাল একটি ভিডিওতে উক্ত শিরোনাম যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ViralToday নামের একটি ইউটিউব চ্যানেলে Indian Fast Worker Is The Stamp Champ! শীষর্ক শিরোনামে ২০১৭ সালের ১১ই আগস্ট প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের ভোট চুরির ভিডিও দাবিতে প্রচারিত ভিডিওর সাথে উক্ত ভিডিওরটির হুবহু মিল রয়েছে।
এছাড়া, This is Happening নামক একটি ফেসবুক পেজে ২০১৭ সালের ২ জুন প্রকাশিত একই ভিডিওটি খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিওতে JUKIN VIDEO শীর্ষক ওটারমার্ক লক্ষ্য করা যায়।
পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ অনুসন্ধান করে Jukin Media এর ওয়েবসাইটে ২০১৭ সালের ২৪ এপ্রিলে “Guy Rapidly Stamps Papers” শীর্ষক শিরোনামে প্রকাশিত একই ভিডিওটি পাওয়া যায়।
উক্ত ওয়েবসাইটে ভিডিওটিতে স্থানের নাম হিসেবে পাকিস্তানের সিন্ধু প্রদেশের হায়দারাবাদ শহরের কথা উল্লেখ করা হয়েছে।
এছাড়া, Ahmer Khan নামের একটি ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে ২০১৭ সালের ২০ মে “Hyderabad board office…” শীর্ষক শিরোনামে প্রকাশিত একই ভিডিওটি খুঁজে পাওয়া যায়।
উক্ত এক্স পোস্টেও ভিডিওকে পাকিস্তানের সিন্ধু প্রদেশের হায়দ্রাবাদ বোর্ড অফিসের বলে দাবি করা হয়েছে।
এছাড়াও প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ihteram UL Haq নামের আরেকটি ইউটিউব চ্যানেলে Fastest stamp man – Satisfying video – fast worker god level | #shorts শীর্ষক শিরোনামে ২০২১ সালের ১ আগস্ট প্রচারিত একটি রিল ভিডিও খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিওটিতেও একজন ব্যক্তিকে অফিসিয়াল নথিপত্রে দ্রুত সিল মারতে দেখা যায়। যার সাথে আলোচিত ভিডিও ব্যক্তির তুলনামূলক বিশ্লেষণ করে মুখমণ্ডলের হুবহু মিল পাওয়া যায়।
অর্থাৎ, একই ভিডিও ২০১৭ সাল থেকে ভারত এবং পাকিস্তানের ভিডিও দাবিতে ইন্টারনেটে বিদ্যমান।
উক্ত ভিডিওর প্রেক্ষাপট এবং ভিডিওতে থাকা ব্যক্তির পরিচয় সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য না পাওয়া গেলেও এটি নিশ্চিত যে, ভিডিওটি ঢাকা – ১৭ আসনের উপনির্বাচনের কোনো ভিডিও নয়। বরং ২০১৭ সালে থেকেই ইন্টারনেটে উক্ত ভিডিওর অস্তিত্ব রয়েছে।
মূলত, গত ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী মোহম্মদ আলী আরাফাত জয় লাভ করেন। এর আগে গত ৪ জুলাই ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোট সুষ্ঠু না হলে নাকে খত দিয়ে পদত্যাগ করার ঘোষণা দিয়েছিলেন। তার-ই প্রেক্ষিতে ডিএমপি কমিশনারের নাকে খত দেওয়ার বক্তব্যের অংশ এবং এক ব্যক্তির কাগজে দ্রুত সিল মারার একটি ভিডিও একত্রিত করে এটিকে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের ভোট চুরির ভিডিও বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। তবে অনুসন্ধান দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিও ২০১৭ সাল থেকে ভারত ও পাকিস্তানের ভিন্ন ভিন্ন ঘটনার ভিডিও দাবিতে ইন্টারনেটে বিদ্যমান রয়েছে। উক্ত ভিডিওটির সাথে বাংলাদেশের নির্বাচনের কোনো সম্পর্ক নেই।
উল্লেখ্য, গত ৪ জুলাই রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢাকা-১৭ আসনের উপনির্বাচন শতভাগ সুষ্ঠু হওয়ার নিশ্চয়তা দেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। এসময় ভোট সুষ্ঠু না হলে নাকে খত দিয়ে পদত্যাগ করার ঘোষণাও দেন তিনি। সেসময় এবিষয়ে দৈনিক দেশ রূপান্তরে প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে।
সুতরাং, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের ভোট চুরির ভিডিও দাবিতে পুরোনো ভিন্ন ঘটনার একটি ভিডিও প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Viral Today Youtube Channel: (12) Indian Fast Worker Is The Stamp Champ! – YouTube
- Ihteram UL Haq Youtube Channel: https://youtube.com/shorts/7xcTAB1528Q?si=RKl6pc1IyP_jL_9A
- Daily Desh Rupantor Website: ভোট সুষ্ঠু না হলে নাকে খত দিয়ে পদত্যাগের ঘোষণা ডিএমপি কমিশনারের | দেশ রূপান্তর (deshrupantor.com)
- Rumor Scanner’s Own Analysis