সম্প্রতি, ‘বসবাসের জন্য কুষ্টিয়া বাংলাদেশের সবচেয়ে সুন্দর জেলা এবং জাতিসংঘের জরিপ অনুযায়ী বাংলাদেশে কুষ্টিয়ার মানুষ সবচেয়ে সুখী’ শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন পোস্ট ( আর্কাইভ), পোস্ট( আর্কাইভ) এবং পোস্ট (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বসবাসের জন্য কুষ্টিয়া বাংলাদেশের সবচেয়ে সুন্দর জেলা এবং জাতিসংঘের জরিপে বাংলাদেশে কুষ্টিয়ার মানুষ সবচেয়ে সুখী দাবিটি সত্য নয় এবং জাতিসংঘ কর্তৃক প্রকাশিত এমন কোনো জরিপ, প্রতিবেদন বা তালিকা-ই নেই।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘ঐতিহ্যে ঘেরা কুষ্টিয়া ‘নামক একটি গ্রুপ থেকে আলোচ্য দাবিতে প্রচারিত সম্ভাব্য প্রথম দিকের পোস্ট হিসেবে পোস্টটি ( আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।
পোস্টটিতে বলা হয় ‘বসবাসের জন্য কুষ্টিয়া বাংলাদেশের সবচেয়ে সুন্দর জেলা এবং জাতিসংঘের জরিপ অনুযায়ী বাংলাদেশে কুষ্টিয়ার মানুষ সবচেয়ে সুখী।’ উক্ত পোস্টের পর থেকেই আলোচিত দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হতে থাকে।
তবে বসবাসের জন্য কুষ্টিয়া বাংলাদেশের সবচেয়ে সুন্দর জেলা এবং বাংলাদেশে কুষ্টিয়ার মানুষ সবচেয়ে সুখী বিষয়ে বাংলাদেশের কোনো জরিপ কিংবা জাতিসংঘের জরিপের কোনো সূত্র ঐ পোস্টে দেওয়া হয়নি।
পরবর্তীতে অনুসন্ধানে ‘বসবাসের জন্য কুষ্টিয়া বাংলাদেশের সবচেয়ে সুন্দর জেলা’ এই বিষয়ে বাংলাদেশের কোনো গণমাধ্যম কিংবা ইন্টারনেটে কোনো তথ্য খুঁজে পাওয়া যায় নি। পাশাপাশি জাতিসংঘের জরিপ অনুযায়ী বাংলাদেশে কুষ্টিয়ার মানুষ সবচেয়ে সুখী’ শীর্ষক কোনো জরিপ করেছে না-কি তা জানার জন্য জাতিসংঘের ওয়েবসাইট এবং ভেরিফাইড ফেসবুক পেজে অনুসন্ধান করা হয়। তবে এ ধরনের জরিপের কোনো তথ্য উক্ত মাধ্যমগুলোতে খুঁজে পাওয়া যায় নি।
এছাড়াও দেশীয় বা আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জাতিসংঘের এই জরিপ সংক্রান্ত কোনো সংবাদ প্রকাশিত হয়নি।
আলোচ্য দাবিটি নিয়ে ফ্যাক্টচেক চলাকালীন সময়ে সম্ভাব্য প্রথম দিকের প্রচারিত দাবিটির পোস্ট এডিট করে জাতিসংঘ শব্দটি বাদ দেওয়া হয়।
মূলত, কোনো প্রকার নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই ‘বসবাসের জন্য কুষ্টিয়া বাংলাদেশের সবচেয়ে সুন্দর জেলা এবং জাতিসংঘের জরিপ অনুযায়ী বাংলাদেশে কুষ্টিয়ার মানুষ সবচেয়ে সুখী ‘শীর্ষক দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। জাতিসংঘ থেকে এ ধরনের কোনো জরিপ পরিচালনা করা হয়না। রিউমর স্ক্যানারের অনুসন্ধানে, জাতিসংঘের ওয়েবসাইটে এই ধরনের কোনো জরিপের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নি। তাছাড়া, দেশীয় বা আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জাতিসংঘের এই জরিপ সংক্রান্ত কোনো সংবাদ প্রকাশিত হয়নি।
উল্লেখ্য, পূর্বেও বাংলাদেশের জনপ্রিয় দল- মার্কা নিয়ে জাতিসংঘ কর্তৃক জরিপ প্রকাশিত হওয়ার দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরলে সেটিকে মিথ্যা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, ‘বসবাসের জন্য কুষ্টিয়া বাংলাদেশের সবচেয়ে সুন্দর জেলা এবং জাতিসংঘের জরিপে কুষ্টিয়ার মানুষ সবচেয়ে সুখী’ শীর্ষক তথ্যটি মিথ্যা।
তথ্যসূত্র
- United Nations official Website : https://www.un.org/
- United Nations Facebook Page : https://www.facebook.com/unitednations?mibextid=ZbWKwL