মুম্বাই লং মার্চের দৃশ্য দাবিতে পাকিস্তানের ভিডিও প্রচার 

সম্প্রতি, মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক নীতেশ রানে ও মহন্ত রামগিরি মহারাজ ইসলাম ধর্ম এবং হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন। এর প্রতিবাদে ভারতের সাবেক সংসদ সদস্য ইমতিয়াজ জলিলের নেতৃত্বে মুম্বাইয়ে ‘তিরাঙ্গা সংবিধান র‍্যালি’ অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় ১২ হাজার মানুষ অংশ নেন বলে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে।

সেই প্রেক্ষিতে, তিরাঙ্গা সংবিধান র‍্যালির মিছিলের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

মুম্বাই লং মার্চের দৃশ্য

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ভারতের মুম্বাই লং মার্চের নয় বরং, ভিডিওটি গত ০৭ সেপ্টেম্বর পাকিস্তানের লাহোরে সুবর্ণ জয়ন্তীর খতম এ নবুওয়াত সম্মেলনের।

অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চ করে পাকিস্তানের রাজনীতিবিদ ও লেখক ‘Ikramullah Naseem’ এর এক্স (সাবেক টুইটার) থেকে গত ০৭ সেপ্টেম্বর প্রচারিত একটি ভিডিও (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়। 

উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর হুবহু মিল রয়েছে। 

Video Comparison By Rumor Scanner 

উক্ত পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, গত ০৭ সেপ্টেম্বর ইয়ুম উল-ফাতহ সুবর্ণ জয়ন্তীর দৃশ্য এটি। 

পরবর্তীতে গত ০৭ সেপ্টেম্বর CR 7 নামক একটি ইউটিউব চ্যানেলেও একই ভিডিও (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, ভিডিওটি গত ০৭ সেপ্টেম্বর পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত সুবর্ণ জয়ন্তীর জুই জলসার।

এরপর প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে পাকিস্তানের টেলিভিশন GNN এর ইউটিউব চ্যানেলে গত ০৭ সেপ্টেম্বর প্রচারিত একটি লাইভ খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিও গত ০৭ নভেম্বর পাকিস্তানের লাহোরে আলোচিত অনুষ্ঠান হওয়ার সত্যতা পাওয়া যায়। 

অর্থাৎ, জনতার মিছিলের দৃশ্যটি ভারতের মুম্বাইয়ে তিরাঙ্গা সংবিধান র‍্যালির নয়। 

সুতরাং, গত ০৭ সেপ্টেম্বর পাকিস্তানের লাহোরে সুবর্ণ জয়ন্তীর খতম এ নবুওয়াত এর অনুষ্ঠানের দৃশ্যকে ভারতের মুম্বাইয়ের তিরাঙ্গা সংবিধান র‍্যালির দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img