সম্প্রতি, চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণায়লের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর তাকে এবং তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা সমালোচনা চলছে। এরই ধারাবাহিকতায় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার বিকিনি পরা একটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার বিকিনি পরা এই ছবিটি আসল নয় বরং, তার ভিন্ন একটি ছবি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চ করে দৈনিক ইত্তেফাকের ওয়েবসাইটে গত বছরের ১১ অক্টোবর ‘এই সিনেমার পর যদি আমি মরেও যাই, তাতেও কোনো আক্ষেপ থাকবে না।’- শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।
উক্ত প্রতিবেদনে থাকা একটি ছবিতে তিশার দাঁড়ানোর ভঙ্গি, ব্যাকগ্রাউন্ড এবং চোখে থাকা চশমার সাথে আলোচিত ছবিটির হুবহু মিল রয়েছে।
পরবর্তীতে অনুসন্ধানে নুসরাত ইমরোজ তিশার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে গত বছরের ২৮ আগস্ট করা একটি পোস্টে (আর্কাইভ) একই ছবিটি খুঁজে পাওয়া যায়।
অর্থাৎ, এই ছবিটি এডিট করেই আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
সুতরাং, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার বিকিনি পরা ছবিটি এডিটেড বা সম্পাদিত।
তথ্যসূত্র
- Ittefaq- এই সিনেমার পর যদি আমি মরেও যাই, তাতেও কোনো আক্ষেপ থাকবে না।
- Nusrat Imrose Tisha- Facebook Post
- Rumor Scanner’s Own Analysis