বইয়ের স্টলে কুকুরের উঁকি দেওয়ার ছবিটি চলতি বইমেলার নয় 

সম্প্রতি, বইয়ের স্টলে কুকুরের উঁকি একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে– ছবিটি এই বছরের অর্থাৎ ২০২৫ সালের বইমেলার ছবি। 

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বইয়ের স্টলে কুকুরের উঁকি দেওয়ার ছবিটি এই বছরের অর্থাৎ ২০২৫ সালের বইমেলার নয় বরং, প্রচারিত ছবিটি ২০২৩ সালের বইমেলার। 

অনুসন্ধানে Naziur Rahman Nayem নামের এক লেখকের ফেসবুক অ্যাকাউন্টে থেকে ২০২৩ সালের ০৬ ফেব্রুয়ারি প্রচারিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে থাকা ছবির সাথে আলোচিত ছবির মিল রয়েছে। 

Image Comparison By Rumor Scanner 

আরও অনুসন্ধানে ডিবিসি নিউজের ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৭ ফেব্রুয়ারি “ভাইরাল কুকুরের নেপথ্যের ঘটনা!” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে থাকার ছবির সাথে আলোচিত ছবিটির মিল রয়েছে। 

Screenshot: DBC News

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ছবিটি ২০২৩ সালের বইমেলায় তোলা। 

উল্লেখ্য, এর আগে উক্ত ছবিটি সম্পাদনা করে অধ্যাপক জাফর ইকবালের ছবি যুক্ত করে প্রচার করা হয়েছিল। যা নিয়ে সেসময় ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছিল রিউমর স্ক্যানার। 

সুতরাং, ২০২৩ সালের বইমেলার ছবিকে ২০২৫ সালের বইমেলার ছবি দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img