সম্প্রতি, জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজার দৃশ্য দাবিতে কিছু ছবি ও ভিডিও ক্লিপ ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফেসবুকে প্রচারিত এমনকিছু ভিডিও পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
উক্ত ছবি থাম্বনেইলে ব্যবহার করে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
একই দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজার দৃশ্য দাবিতে প্রচারিত এই ছবি ও ভিডিও ক্লিপগুলো সাঈদীর জানাজার সময়ে তোলা নয় বরং এগুলো ২০২০ সালের ২১ নভেম্বর ইসলামিক বক্তা মাওলানা গোলাম সারোয়ার সাঈদীর জানাজার দৃশ্য।
অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ইসলামি ওয়াজ-মাহফিল ভিত্তিক ইউটিউব চ্যানেল Rose TV24 এ ২০২০ সালের ২১ নভেম্বর “বাবার জানাযা পড়াতে গিয়ে ছেলের অঝড়ে কান্না কাঁদলো লাখো জনতা” (আর্কাইভ) শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
১১ মিনিট ১৫ সেকেন্ডের ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম।
পর্যবেক্ষণ করে দেখা যায়, ভিডিওটির কিছু অংশের সাথে দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজার দৃশ্য দাবিতে প্রচারিত ছবি ও ভিডিও ক্লিপগুলোর হুবহু মিল রয়েছে।
ভিডিওটির ১৯ সেকেন্ডে যে দৃশ্যের দেখা মিলে তার সাথে হুবহু মিল রয়েছে দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজার দৃশ্য দাবিতে প্রচারিত একটি ছবির সাথে।
এছাড়া, ভিডিওটির ২৮ সেকেন্ডে যে দৃশ্যের দেখা মিলে তার সাথে হুবহু মিল রয়েছে দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজার দৃশ্য দাবিতে প্রচারিত আরেকটি ছবির সাথে।
অনুরুপভাবে, সাঈদীর জানাজার দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিও ক্লিপটির সাথেও ভিডিওর এই অংশগুলোর মিল খুঁজে পাওয়া যায়।
পরবর্তীতে কি ওয়ার্ড সার্চের মাধ্যমে দেশীয় অনলাইন গণমাধ্যম বাংলা ট্রিবিউন এর ওয়েবসাইটে ২০২০ সালের ২১ নভেম্বর “মাওলানা গোলাম সারোয়ার সাঈদীর জানাজায় লাখো মানুষ” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, ২০২০ সালের ২১ নভেম্বর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবার আড়াইবাড়ী দরবার শরিফের পীর ও ওয়াজের বক্তা মাওলানা গোলাম সারোয়ার সাঈদী মারা যান। আড়াইবাড়ি দরবার শরিফে অনুষ্ঠিত তার জানাজায় অংশ নেন ব্রাহ্মণবাড়িয়া ও আশেপাশের জেলা-উপজেলা থেকে আসা লাখো মুসল্লি।
মূলত, মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ড প্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজার দৃশ্য দাবিতে উক্ত ছবি ও ভিডিও ক্লিপগুলো ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, এগুলো ২০২০ সালের ২১ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত কসবার আড়াইবাড়ী দরবার শরিফের পীর ও ইসলামিক বক্তা মাওলানা গোলাম সারোয়ার সাঈদীর জানাজার দৃশ্য।
প্রসঙ্গত, জামায়াতে ইসলামীর হয়ে ১৯৯৬ ও ২০০১ সালে পর পর দুইবার বাংলাদেশের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন দেলাওয়ার হোসাইন সাঈদী। ২০১০ সালের ২৯শে জুন ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগের একটি মামলায় তিনি গ্রেফতার হন। পরে ২ আগস্ট এদেশের স্বাধীনতা যুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর থেকেই কারাগারে ছিলেন জামায়াতের এই নেতা। আন্তর্জাতিক অপরাধ আদালতে তাঁর বিরুদ্ধে আনা মোট বিশটি অভিযোগের মধ্যে আটটিতে তিনি আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হওয়ার পর দুটো অপরাধে সর্বোচ্চ শাস্তি হিসেবে আদালত ২০১৩ সালে তাকে মৃত্যুদণ্ডের সাজা দেয়। তবে ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে ২০১৪ সালে আপীল বিভাগ সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দেয়। দণ্ডাদেশ পুনর্বিবেচনা চেয়ে রাষ্ট্রপক্ষ ও সাঈদীর পৃথক রিভিউ আবেদন খারিজ করে ২০১৭ সালের ১৫ মে আমৃত্যু কারাদণ্ড বহাল রাখা হয়। এরপর থেকে কারাগারে থেকেই সাজা ভোগ করছিলেন তিনি। গত ১৪ আগস্ট রাতে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
সুতরাং, ভিন্ন ব্যক্তির জানাজার পুরোনো দৃশ্যকে দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজার দৃশ্য দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Rose TV24- “বাবার জানাযা পড়াতে গিয়ে ছেলের অঝড়ে কান্না কাঁদলো লাখো জনতা“
- Bangla Tribune- “মাওলানা গোলাম সারোয়ার সাঈদীর জানাজায় লাখো মানুষ“
- BBC- “দেলাওয়ার হোসাইন সাঈদী যেভাবে পরিচিত হয়ে ওঠেন”
- Daily Star – “দেলাওয়ার হোসাইন সাঈদী মারা গেছেন”
- bdnews24- “যুদ্ধাপরাধী সাঈদী মারা গেছেন“
- Rumor Scanner’s Own Analysis