অ্যাটলেটিকো মাদ্রিদের গ্যালারিতে ফিলিস্তিনের পতাকার ছবিটি এআই জেনারেটেড

সম্প্রতি, “ধন্যবাদ অ্যাটলেটিকো মাদ্রিদ ভক্ত। তোমাদের প্রতি ভালোবাসা বেড়ে গেল আই লাভ ফিলিস্তিন.তোমাদের জন্য অনেক শুভ কামনা” শীর্ষক শিরোনামে কিছু পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

ফিলিস্তিনের

ফেসবুকে প্রচারিত এরূপ কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, অ্যাটলেটিকো মাদ্রিদের সমর্থকদের ফিলিস্তিনের পতাকা তুলে ধরার আলোচিত ছবিটি বাস্তব নয় বরং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স(এআই) ব্যবহার করে নির্মিত।

শুরুতেই প্রাসঙ্গিক কী-ওয়ার্ড সার্চের মাধ্যমে অ্যাটলেটিকো মাদ্রিদের সমর্থকদের ফিলিস্তিনের পতাকা উত্তোলনের বিষয়ে অনুসন্ধান চালায় রিউমর স্ক্যানার টিম। কিন্তু, কোন জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে অ্যাটলেটিকো মাদ্রিদের সমর্থকদের ফিলিস্তিনের পতাকা উত্তোলনের সত্যতা নিশ্চিত করা যায়নি।

পরবর্তীতে, আলোচ্য ছবিটিকে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে, The Atlei House নামের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে খুঁজে পাওয়া যায়। 

উক্ত পোস্টের ক্যাপশনের ইংরেজি অনুবাদ থেকে জানা যায়, অ্যাটলেটিকো মাদ্রিদের হোম ভেন্যু Civitas Metropolitano স্টেডিয়ামে অ্যাটলেটিকো মাদ্রিদ সমর্থকদের ফিলিস্তিনের পতাকা উত্তোলনের একটি কাল্পনিক ছবি এটি।

Source: The Atlei House X Account

পাশাপাশি, কি ওয়ার্ড সার্চের মাধ্যমে যুক্তরাষ্ট্র ভিত্তিক অনলাইন গণমাধ্যম ‘Buzz Feed News’ এ গত ০১ ফেব্রুয়ারি “Why Are AI-Generated Hands So Messed Up?” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে দেখা যায়, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরিকৃত ছবি সমূহে অসংলগ্ন হাতের আকার দেখা যায়। হাতের আঙুলের আকারও সঠিকভাবে চিত্রায়ণ করতে পারে না কৃত্রিম বুদ্ধিমত্তা। ফলে, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরিকৃত ছবিসমূহে প্রায়শই দেখা মেলে অসংলগ্ন হাত কিংবা আঙুলের আকৃতি।

Source: Buzz Feed News

Buzz Feed News এর প্রতিবেদনে পাওয়া তথ্য অনুযায়ী আলোচিত ছবিটি বিশ্লেষণ করে রিউমর স্ক্যানার টিম। বিশ্লেষণে দেখা যায়, গ্যালারিতে থাকা দর্শকদের হাতের আকৃতি বাস্তব মানুষের হাতের মত নয়। ছবিতে উপস্থিত অনেক দর্শকের মাঝেই অসংলগ্ন হাতের আকার লক্ষ্য করা গেছে। যা নির্দেশ করে যে ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি।

এছাড়াও, কোনো ছবি এআই জেনারেটেড কী-না তার সম্ভাব্যতা যাচাইয়ের ওয়েবসাইট Hive Moderation-এ আলোচিত ছবিটির কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা নির্মিত হওয়ার সম্ভাব্যতা যাচাই করে রিউমর স্ক্যানার।

Hive moderation এর বিশ্লেষণ অনুসারে, আলোচিত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা নির্মিত হওয়ার সম্ভাবনা ৯৯.৯%.

Source: Hive Moderation

মূলত, বাস্তব ছবি দাবিতে অ্যাটলেটিকো মাদ্রিদের গ্যালারিতে সমর্থকদের হাতে ফিলিস্তিনি পতাকা উত্তোলনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ছড়িয়ে পড়া ছবিটি বাস্তব কোনো ছবি নয় বরং, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৭অক্টোবর হামাস-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অ্যাটলেটিকো মাদ্রিদ একটিমাত্র ম্যাচে অংশগ্রহন করেছে। রিয়াল সোসিয়েদাদে’র বিপক্ষে ৮অক্টোবর অনুষ্ঠিত সেই ম্যাচের পর অ্যাটলেটিকো মাদ্রিদের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে ২২অক্টোবর।

উল্লেখ্য, পূর্বেও পোপ ফ্রান্সিসের বাস্তব ছবি দাবিতে কৃত্তিম বুদ্ধিমত্তা নির্মিত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সে বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার। 

সুতরাং, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি অ্যাটলেটিকো মাদ্রিদের সমর্থকরা গ্যালারিতে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করার ছবিকে বাস্তব ছবি দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img