সম্প্রতি, বিপিএল চলাকালীন খেলার মাঠে ক্রিকেটার তামিম ইকবাল ও একজন যুবক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছবি একত্রে ধরে থাকার একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন প্রকাশ অবধি এই ভিডিওটি দেখা হয়েছে প্রায় ৮৮ হাজার বার। ভিডিওটিতে প্রায় সাড়ে ২৫ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া দেখানো হয়েছে এবং ভিডিওটি প্রায় ৪৬০ বার শেয়ার করা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তামিম ও একজন যুবক একত্রে বেগম খালেদা জিয়ার ছবি ধরে রাখার দাবিতে প্রচারিত ছবিটি আসল নয় বরং বিপিএলে ম্যাচ শেষে তামিমের একজন শুভাকাঙ্ক্ষীর উপহার দেওয়া হাতে আঁকা তামিমের পরিবারের ছবি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে খালেদা জিয়ার ছবি যুক্ত করে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।
ছবিটির সত্যতা যাচাইয়ের জন্য রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অনলাইন পোর্টাল ঢাকা পোস্ট’র ওয়েবসাইটে গত ২৩ ফেব্রুয়ারি “ভক্তের উপহারও পেলেন ম্যাচসেরা তামিম” শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদ প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদনের সাথে যুক্ত ফিচার ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির বেগম খালেদা জিয়ার অংশ ব্যতিত মিল খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এ কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে তামিম ইকবালের দল ফরচুন বরিশাল জয়লাভ করে। সেদিন ম্যাচ শেষে মাহিন নামে একজন শুভাকাঙ্ক্ষী হাতে আঁকা তামিম ইকবালের পুরো পরিবারের ছবি তাকে উপহার দেন।
আরো অনুসন্ধান করে MD Mahin Hasan নামক উক্ত ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্টে গত ২৩ ফেব্রুয়ারি প্রকাশিত একই ছবি (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।
এই ছবিতেও বেগম খালেদা জিয়াকে দেখা যায়নি।
এই পোস্টে তিনি তামিমকে দেওয়ার ছবিটি উপহার দিয়েছেন জানিয়ে লিখেন, “আলহামদুলিল্লাহ। কোথা থেকে শুরু করবো বুঝতেছি না। মানুষটার সাথে দেখা করার স্বপ্ন দীর্ঘদিন ধরেই। ছবিটা আমি প্রায় ১৫ দিন সময় নিয়ে এঁকেছি ভাইকে দিবো বলে। আর আজ আসলো আমার সেই দীর্ঘদিনের অপেক্ষার ফল। ভাইয়া এতো ভালো একটা ইনিংস খেলছে আর আমি সেরা ফ্যান হয়েছি। ভাইয়া শুধু যে আমার ছবিটা নিয়েছে এমনটা না, আমাকে কথাও দিয়েছে যে, নিজের একটা জার্সি আমাকে দিবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।”
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেজে গত ২৩ ফেব্রুয়ারিতে প্রকাশিত একটি ফেসবুক পোস্টেও একই ছবি পাওয়া যায়।
সেই পোস্ট থেকে জানা যায়, মো. মাহিন হাসান গত ২৩ ফেব্রুয়ারির ম্যাচে সবচেয়ে উদ্যমী শুভাকাঙ্ক্ষী হিসেবে মনোনিত হন।
মূলত, গত ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লীগ-(বিপিএল) এ কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে তামিম ইকবালের দল ফরচুন বরিশাল জয়লাভ করে। সেদিন ম্যাচ শেষে মো. মাহিন হাসান নামে একজন শুভাকাঙ্ক্ষী তামিম ইকবালের পুরো পরিবারের হাতে আঁকা ছবি তামিমকে উপহার দেন। সম্প্রতি, সেই ছবিতে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছবি যুক্ত করে প্রচার করা হয়েছে।
উল্লেখ্য, পূর্বে তামিম ইকবাল ও তার শুভাকাঙ্ক্ষী মো. মাহিন হাসানের উপহার দেওয়া তামিম ইকবালের পরিবারের ছবিতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অপর একটি ছবি বসিয়ে প্রচার করা হলে তা এডিটেড হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, তামিম ইকবাল ও একজন যুবক বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছবি একত্রে ধরে থাকার দাবিতে প্রচারিত ছবিটি এডিটেড বা বিকৃত।
তথ্যসূত্র
- Dhaka Post – ভক্তের উপহারও পেলেন ম্যাচসেরা তামিম
- MD Mahin Hasan – Facebook Post
- Bangladesh Cricket: The Tigers – Facebook Post
- Rumor Scanner’s own analysis