সম্প্রতি, “আইপিএল এর জন্য প্রত্যেকটা ফ্রাঞ্চাইজি প্রস্তুতি শুরু করে দিয়েছে। কিন্তু চেন্নাই সুপার কিংসের চিত্র আলাদা… মহেন্দ্র সিং ধোনির প্রাক্টিস দেখার জন্যই মাঠে ৩৫ হাজার দর্শক উপস্থিত ছিলেন” শীর্ষক শিরোনামে কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হচ্ছে।
ফেসবুকে প্রচারিত এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মাহেন্দ্র সিং ধোনির অনুশীলন দেখার জন্য মাঠে ৩৫ হাজার দর্শক উপস্থিত দাবিতে প্রচারিত ছবিরঘটনাটি সাম্প্রতিক সময়ের নয় বরং ছবিটি ২০১৯ সালে চেন্নাই সুপার কিংস দলের হোম গ্রাউন্ড এম. এ. চিদম্বরম স্টেডিয়ামে অনুশীলনের একটি ভিডিও থেকে নেওয়া এবং সেসময় মাঠে ৩৫ হাজার দর্শক উপস্থিত ছিল এমন কোনো তথ্যপ্রমাণ নেই।
গুগল রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Chennai Super Kings এর ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ১৮ মার্চ “Goosebumps as Dhoni walks into Chepauk for CSK practice to a rousing welcome” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর একটি মুহুর্তের সাথে আলোচিত ছবিটির সাথে হুবহু মিল খুঁজে পাওয়া যায়।
ইউটিউব ভিডিওতে ইংরেজি ভাষায় লেখা ক্যাপশনটির বাংলায় অনুবাদ করলে দাঁড়ায়, “ধোনি সিএসকে অনুশীলনের জন্য চেপাকে হেঁটে যাওয়ার সময় উচ্ছ্বাসিত জনগণ স্বাগত জানায়।”
পরবর্তীতে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে ২০১৯ সালের ১৮ মার্চ ভারতীয় গণমাধ্যম ‘Times Now News’ এ “Surreal! Chepauk crowd goes berserk as MS Dhoni makes entry during Chennai Super Kings’ practice game – WATCH” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে একই ঘটনায় ভিন্ন কোণ থেকে ধারণকৃত একটি ছবি খুঁজে পাওয়া যায়। তবে সেই প্রতিবেদনে নির্দিষ্ট কোনো দর্শক সংখ্যার কথা উল্লেখ ছিলোনা।
এছাড়া ভারতীয় ক্রীড়া গণমাধ্যম ‘My Khel’ এ ২০১৯ সালের ১৮ মার্চ “IPL 2019: 12000 fans throng Chepauk as MS Dhoni-led Chennai Super Kings play practice match – Watch” এই শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। সেই প্রতিবেদনেও একই ঘটনায় ভিন্ন কোণ থেকে ধারণাকৃত একটি ছবি খুঁজে পাওয়া যায়। এই প্রতিবেদনে তখন ১২ হাজারেরও বেশি দর্শক উপস্থিত থাকার তথ্য পাওয়া যায়।
অর্থাৎ, মাহেন্দ্র সিং ধোনির অনুশীলনের সময়ের ছবিটি সাম্প্রতিক সময়ের নয় এবং তার অনুশীলন দেখার জন্য মাঠে ৩৫ হাজার দর্শক উপস্থিত থাকার তথ্যটিও সঠিক নয়। মূলত, আইপিএলের ২০২৩ মৌসুমকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে মাহেন্দ্র সিং ধোনির অনুশীলন দেখার জন্য মাঠে ৩৫ হাজার দর্শক উপস্থিত ছিলো দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি প্রচারিত হচ্ছে। তবে রিউমর স্ক্যানের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ছবিটি সাম্প্রতিক সময়ের নয় প্রকৃতপক্ষে ছবিটি ২০১৯ সালে চেন্নাই সুপার কিংস দলের হোম গ্রাউন্ড এম. এ. চিদম্বরম স্টেডিয়ামে অনুশীলনের একটি ভিডিও থেকে নেওয়া।
উল্লেখ্য, এর আগেও মাহেন্দ্র সিং ধোনিকে কেন্দ্র করে ছড়ানো ভুল তথ্য শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, সম্প্রতি আইপিএলে মাহেন্দ্র সিং ধোনির অনুশীলন দেখার জন্য মাঠে ৩৫ হাজার দর্শক উপস্থিত ছিল দাবি করে ফেসবুকে একটি পুরোনো ছবি প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Chennai Super Kings – Twitter
- Chennai Super Kings – Youtube
- Times Now News – “Surreal! Chepauk crowd goes berserk as MS Dhoni makes entry during Chennai Super Kings’ practice game – WATCH”
- My Khel – “IPL 2019: 12000 fans throng Chepauk as MS Dhoni-led Chennai Super Kings play practice match – Watch”